পুলিশকর্মীদের পোস্টিং-বদলিতে নয়া নিয়ম, আবেদন শুধু অ্যাপে

পুলিশকর্মীদের পোস্টিং ও বদলির নতুন নিয়ম চালু হল রাজ্যে। এবার থেকে আর এই মর্মে কোনও লিখিত আবেদন গ্রহণ করা হবে না।

Must read

প্রতিবেদন : পুলিশকর্মীদের পোস্টিং ও বদলির নতুন নিয়ম চালু হল রাজ্যে। এবার থেকে আর এই মর্মে কোনও লিখিত আবেদন গ্রহণ করা হবে না। বদলি ও পোস্টিংয়ের জন্য পুলিশকর্মীদের শুধুমাত্র পিপিএমএস মোবাইল অ্যাপ এবং ই-এইচআরএমএস পোর্টালেই আবেদন করতে হবে। ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাব-ইনস্পেক্টর, সহকারী সাব-ইনস্পেক্টর, কনস্টেবল, মহিলা কনস্টেবল ও পুলিশ ড্রাইভাররা নিজেদের বদলি বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সাধারণ বদলির জন্য ওই সময় পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। তবে শারীরিক অসুস্থতার কারণে বদলির জন্য সারা বছরই আবেদন করা যাবে। লিখিত আবেদন গ্রহণ করা হবে না।

আরও পড়ুন-‘বাংলাকে গর্বিত করলেন মুখ্যমন্ত্রী’

এমনকী পুরনো আবেদনও বাতিল করা হবে। জানা গিয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে কোনও লিখিত আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া, পূর্বে জমা দেওয়া বদলির সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কেবলমাত্র অনলাইনে করা আবেদনগুলিই বিবেচিত হবে। পুলিশকর্মীদের সুবিধার্থে প্রতিটি জেলা ও ইউনিটের সদর দফতরে একটি ‘সহায়তা কেন্দ্র’ গঠন করা হবে। প্রশিক্ষিত পুলিশ কর্মীদের মাধ্যমে আবেদনকারীদের সহায়তা করা হবে। এই নির্দেশিকা দ্রুত কার্যকর করতে এবং সংশ্লিষ্ট সব পুলিশকর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে জেলা ও ইউনিটগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article