রাজ্য সরকারি কর্মচারী ও আধিকারিকদের ভ্রমণ ভাতা, গাড়িভাড়ায় নয়া নিয়ম রাজ্যের

এই সংক্রান্ত বিষয় অনুমোদনের জন্য অর্থ দফতরের কাছে আবেদন না পাঠিয়ে দফতরগুলিকে নিজেদেরই সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারি (government) কর্মী ও আধিকারিকদের ভ্রমণ ভাতায় এলটিসিতে গাড়ি ভাড়া বাবদ টাকা পাওয়া নিয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি হল। রাজ্যের অর্থ দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। গাড়ি ভাড়া বাবদ প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ১৬ টাকা দেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে।

আরও পড়ুন-বিদ্যুতের অপচয় রুখতে কড়া মুখ্যমন্ত্রী, দফতরে দফতরে নির্দেশ বকেয়া না মেটালে বাজেটে কোপ

এই সংক্রান্ত বিষয় অনুমোদনের জন্য অর্থ দফতরের কাছে আবেদন না পাঠিয়ে দফতরগুলিকে নিজেদেরই সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে সরকারি কর্মীরা এলটিসি’তে কয়েক বছর অন্তর সপরিবারে বেড়াতে যাওয়ার জন্য ট্রেন বা বিমান ভাড়া বাবদ টিকিটের দাম পান। কিন্তু গাড়ি ভাড়া করলে কত টাকা পাওয়া যাবে, তা নিয়ে নির্দিষ্ট কোনও নিয়ম ছিল না। ফলে গাড়ি ভাড়ার বিল পেশ করলেও, তা অনেক সময় দেওয়া হতে না। আবার কোনও কোনও সময় গাড়ির অত্যধিক ভাড়ার বিল পাশ হয়ে যেত। এমন অভিযোগ সামনে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। সেই সমস্যা নিরসনেই সুনির্দিষ্ট বিধি জারি করা হয় নবান্নের তরফে

Latest article