প্রতিবেদন : ফলাফল দেখতে গিয়ে সমস্যার মুখে একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। সমস্যার সমাধানে রাতারাতি নতুন ওয়েবসাইট খুলল স্কুল সার্ভিস কমিশন (SSC)। wbsschelpdesk.com- ওয়েবসাইটে গিয়ে নিজেদের যাবতীয় নথি দিলেই বেরিয়ে আসছে ফলাফল। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল শুক্রবার রাতে প্রকাশ করেছে এসএসসি। কিন্তু দেখা গিয়েছে ফল দেখতে গিয়েই ওয়েবসাইট ক্র্যাশ করে গিয়েছিল। এরপরেই চিন্তায় পড়েন চাকরিপ্রার্থীরা। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান করে এসএসসি। নতুন ওয়েবসাইট খোলা হয় কমিশনের তরফে।
কমিশন জানিয়েছে, এসএসসির (SSC) প্রধান কার্যালয়ে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ইন্টারভিউ নেওয়া হবে এসএসসির আঞ্চলিক অফিসগুলিতে। ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার পর সুপারিশপত্র পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদে
আরও পড়ুন- বাংলার গর্ব রিচা : মুখ্যমন্ত্রী, সোনার মেয়েকে সংবর্ধনা দেখতে চাই ক্যাপ্টেন হিসেবে

