প্রাথমিক শিক্ষাসেলের নয়া রাজ্য কমিটি

Must read

প্রতিবেদন : ঘোষণা করা হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষাসেলের (Primary Education Cell) পূর্ণাঙ্গ রাজ্য কমিটির সদস্যদের নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তৃণমূল কংগ্রেসের জেলা-সভাপতিদের সুপারিশে এদিন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি, কার্যকরী সভাপতি ও কোষাধ্যক্ষসহ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শিক্ষাসেলের চেয়ারম্যান ব্রাত্য বসু একথা জানান। সভাপতি করা হয়েছে পলাশ সাধুখাঁকে। কার্যকরী সভাপতি হয়েছেন শাহিদ আনোয়ার। সহ সভাপতি করা হয়েছে, শুকলাল হাঁসদা, সুদীপ মাহাতো, অনুপম পাল ও কার্তিক চন্দ্র দেকে। ব্রাত্য বসু নতুন পদাধিকারীদের সকলেকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন- শিল্পযজ্ঞের কান্ডারি মুখ্যমন্ত্রী, নজর ইকোপার্ক থেকে কনভেনশন সেন্টারে

Latest article