বেআইনি নির্মাণ রুখতে নয়া পদক্ষেপ পুরসভার

মেয়র ফিরহাদ হাকিম নিজে মাঠে নেমে নিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বেআইনি নির্মাণ রুখতে এবার আরও কড়া ব্যবস্থা নিচ্ছে পুরসভা।

Must read

প্রতিবেদন : গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পরই অবৈধ নির্মাণ নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম নিজে মাঠে নেমে নিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বেআইনি নির্মাণ রুখতে এবার আরও কড়া ব্যবস্থা নিচ্ছে পুরসভা। কোনও বেআইনি নির্মাণ নিয়মিতকরণ করার ক্ষেত্রে এবার স্ট্রাকচারাল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। নির্মীয়মাণ বহুতলের পরিস্থিতি খতিয়ে দেখে পুরসভার কোনও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওই সার্টিফিকেট না দিলে, ওই বহুতলের নিয়মিতকরণ হবে না। পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, চাইলেই আর সহজে অবৈধ নির্মাণ নিয়মিতকরণ করা যাবে না। তার জন্য দরকার হবে স্ট্রাকচারাল সার্টিফিকেট বা কাঠামোগত শংসাপত্র। যাদের এই সার্টিফিকেট থাকবে, তাঁরাই নির্মাণকাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু কীভাবে মিলবে এই স্ট্রাকচারাল সার্টিফিকেট?

আরও পড়ুন-রাজ্যের অভিনব প্রকল্প, ১০০ দিনের কাজ থেকে বঞ্চিতদের জন্য, নদিয়ায় কর্মশ্রী পেতে চলেছেন ১৫ লাখ শ্রমিক

এতদিন বেআইনি নির্মাণের নিয়মিতকরণের জন্য পুরসভায় আবেদন করে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিতে হত। তবেই অবৈধ নির্মাণের নিয়মিতকরণ সম্ভব হত। কিন্তু এবার সেই নিয়মে বদল আনা হচ্ছে। এক্ষেত্রে আগের মতোই শংসাপত্র পেতে পুরসভার কাছে আবেদন জানাতে হবে। সেই আবেদনের ভিত্তিতে পুরসভার কোনও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট নির্মাণের পরিস্থিতি খতিয়ে দেখবেন। প্রাথমিকভাবে দেখা হবে, ওই নির্মাণের গঠন ঠিক রয়েছে কি না, নির্মাণের কোনও অংশ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে কি না। সবদিক খতিয়ে দেখে তবেই তিনি স্ট্রাকচারাল সার্টিফিকেট দেবেন। বর্তমানে ১৪৪টি ওয়ার্ডে বেআইনি নির্মাণ সংক্রান্ত বিষয়ে নজরদারির জন্য একজন বিশেষ আধিকারিক রয়েছে। এই নয়া নিয়ম কার্যকর হলে আরও কয়েকজন আধিকারিক নিয়োগ করা হতে পারে।

Latest article