ফরাক্কা, ধুলিয়ান, সুতি নিয়ে নতুন মহকুমা তৈরি হবে। মঙ্গলবার সুতি-তে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)।
আরও পড়ুন- মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি না, হিংসা নয়-শান্তি চাই: মুখ্যমন্ত্রী
তাঁর (CM Mamata banerjee) কথায়,”ফরাক্কা-ধুলিয়ান-সুতি মালদহে লোকসভা ভোট পড়ে। ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে প্রশাসনিক বিষয়ে উন্নতি করার জন্য। এক থেকে দেড় মাসের কাজ হয়ে যাবে। আপনাদের কষ্ট করে আর দূরে যেতে হবে না বাড়ির কাছাকাছি সুতি ধুলিয়ান বা ফরাক্কার মধ্যবর্তী কোন স্থানে এই সাব ডিভিশন অফিস তৈরি হবে।”