তাজপুর বন্দরের জন্য নতুন দরপত্রের ডাক

তাজপুরে (Tajpur) গভীর সমুদ্রবন্দর তৈরির বরাত বাতিল করে নতুন করে দরপত্র ডাকার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : তাজপুরে (Tajpur) গভীর সমুদ্রবন্দর তৈরির বরাত বাতিল করে নতুন করে দরপত্র ডাকার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার শিল্প, পরিকাঠামো ও কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফে নতুন দরপত্র ডাকা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-স্বাস্থ্যসমীক্ষার নামে এনআরসি, কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগেই নতুন কোনও সংস্থাকে বন্দর তৈরির বরাত দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। উল্লেখ্য, ২০২২ সালে আদানি গ্রুপকে তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির বরাত দিয়েছিল রাজ্য। কিন্তু আড়াই বছরেরও বেশি সময় কেটে গেলেও কাজ শুরু হয়নি। এর মধ্যেই হিন্ডেনবার্গের রিপোর্টে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে আদানি গ্রুপের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে রাজ্য নতুন করে দরপত্র ডাকার সিদ্ধান্ত নিল।

Latest article