মুখ্যমন্ত্রীর অপেক্ষায় মহামেডান, স্পনসর সঙ্কটেই নতুন তাঁবু উদ্বোধনের প্রস্তুতি

Must read

রেড রোডের ধারে মহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবু নতুন রূপে সেজে উঠেছে। লর্ডসের আদলে তৈরি হয়েছে ক্লাব তাঁবুর বারান্দা। তাঁবুর অন্দরসজ্জা রীতিমতো তাক লাগিয়ে দেবে। মনে হবে যেন পাঁচতারা হোটেল ঝলমল করছে ময়দানের বুকে। আমূল বদলে যাওয়া নতুন মহামেডান তাঁবুর উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করতে চাইছেন ক্লাব কর্তারা। বেশ কিছুদিন হল ক্লাবের তরফে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। কিন্তু ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী এখনও মহামেডান তাঁবুর উদ্বোধনের ব্যাপারে সম্মতি দেননি।

তাঁবু উদ্বোধন এবং ইদ মিলন উৎসবের অনুষ্ঠান একসঙ্গে করতে চান মহামেডান কর্তারা। তাই মুখ্যমন্ত্রীর সম্মতির অপেক্ষায় তাঁরা। কিন্তু ক্লাবে স্পনসর সমস্যা চলছে। বিনিয়োগকারী সংস্থা বাঙ্কারহিলের সঙ্গে শেয়ার-সহ একাধিক বিষয়ে মতান্তর তৈরি হয়েছে ক্লাবের। বাঙ্কারহিল বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও নতুন করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা শুরু হয়েছে। তাতেও অবশ্য সহজে জট কাটছে না।

আরও পড়ুন- তৃণমূলের নব জোয়ার: কান্দিতে রোড শো-এ জনসুনামি, অভিষেককে ঘিরে প্রবল ভিড় উৎসাহীদের

ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ বলেছেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীকে দিয়ে ক্লাবের নতুন তাঁবু উদ্বোধনের চেষ্টা করছি। জানি না, ওঁর সম্মতি পাব কি না। অনেক আগেই চিঠি পাঠিয়েছি। ইচ্ছা ছিল, ইনভেস্টর বাঙ্কারহিলের সঙ্গে সমস্যা মিটিয়ে মুখ্যমন্ত্রীর মাধ্যমেই নতুন চুক্তি সামনে আনতে। কিন্তু সেটা হবে কি না জানি না। আরও সপ্তাহ খানেক অপেক্ষা করব মুখ্যমন্ত্রীর জন্য। না হলে আমরা তাঁবুর উদ্বোধন নিয়ে বিকল্প সিদ্ধান্ত নেব। তার মধ্যেই আমরা মেহরাজউদ্দিনকে কোচ রেখে আগামী মরশুমের দলগঠনের কাজও শুরু করে দিচ্ছি।’’

Latest article