সানচিওন, ৪ মার্চ : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ভারতীয় অভিযানের নেতৃত্বে দুরন্ত ছন্দে থাকা দুই তারকা শাটলার লক্ষ্য সেন এবং পিভি সিন্ধু। গত সুইস ওপেন না খেলে বিশ্রাম নিয়েছেন লক্ষ্য। তার আগে পর পর দু’টি টুর্নামেন্ট জার্মান ওপেন এবং অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছেন তিনি।
আরও পড়ুন-মোহনবাগানের নতুন তাঁবুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েছেন প্রকাশ পাড়ুকোনের ছাত্র। লক্ষ্য জীবনের সেরা ফর্মে থাকলেও শেষ দুই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেননি। তাই কোরিয়া ওপেনে খেতাব জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছেন ভারতীয় তরুণ। মঙ্গলবার চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে কোরিয়া ওপেনে অভিযান শুরু করছেন লক্ষ্য। প্রথম রাউন্ডে ভারতীয় শাটলারের প্রতিদ্বন্দ্বী বিশ্বের ২৫ নম্বর চিনের লু গুয়াং জু।
আরও পড়ুন-এএফসি-র প্রস্তুতিতে নেমে পড়লেন কৃষ্ণ
টুর্নামেন্টের যে ড্র হয়েছে তাতে লক্ষ্যর সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। শীর্ষ বাছাই অ্যান্তনি জিন্টিং, বিশ্ব চ্যাম্পিয়ন এবং চতুর্থ বাছাই লো কিয়ান ইউয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে লক্ষ্যকে। অন্যদিকে, সুইস ওপেন জিতে কোরিয়ায় খেলতে নামছেন পিভি সিন্ধু। এই বছর সিন্ধু জিতেছেন সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্টও। কোরিয়া ওপেনে তৃতীয় বাছাই সিন্ধুর লক্ষ্য, ছন্দ ধরে রাখা। আমেরিকার লরেন লামের বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম লড়াই ভারতীয় তারকার।