সংবাদদাতা, হুগলি : দুর্গাপুজো, কালীপুজোর পরে এবারে বাগ্দেবীর বন্দনাতেও থিম বৈচিত্র। রেওয়াজ মেনে আগে সরস্বতীর মণ্ডপ সেজে উঠত থার্মোকল, দরমার বেড়া, শোলার ফুলে। কিন্তু এবার পাড়ার ক্লাব হোক কিংবা স্কুলের পুজো, বহু জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে নজরে আসছে থিমের মেজাজ। এমনই ব্যতিক্রমী থিম উপহার দিল হুগলির গোঘাটের বীণাপাণি স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন-প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলি, শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
থিম হিসেবে তারা তুলে ধরেছে সাবেকি ঠাকুরদালান। প্রায় ১৩ বছর ধরে সরস্বতী পুজো করে আসছেন ক্লাবের সদস্যরা। তবে প্রতিমা রয়েছে সাবেক রূপেই। এই থিম ভাবনা দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষজন। ক্লাবের সদস্যরা জানালেন, প্রতিবছরই থিমে কিছু না কিছু চমক থাকে। তাই এ বছর আমরা সব সদস্যরা মিলে বনেদি বাড়ির সাবেকি ঠাকুরদালান তৈরি করানোর সিদ্ধান্ত নিলাম। ভাবনার মূল কারণ, হারিয়ে যাওয়া পুরনো ঐতিহ্যকে আবার মানুষের সামনে মেলে ধরা।