করোনা সচেতনতা পুজো ভাবনায়

Must read

সংবাদদাতা, বালুরঘাট : গত দু বছর ধরে করোনা ত্রাস ছড়াচ্ছে। বহু মানুষের প্রাণ কেড়েছে। এখনও শেষ কামড় দেওয়ার অপেক্ষায়। চিকিৎসকেরা বারবার সাবধানতার ওপর জোর দিচ্ছেন। জোর দিচ্ছেন সাধারণ মানুষের সচেতনতায় (awareness)। এই পরিস্থিতিতে ৪৯তম বর্ষের কালীপুজোয় তাদের পুজোমণ্ডপে কোভিড ভয়াবহতার চিত্রই তুলে ধরেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অগ্নিশিখা ক্লাব।

করোনা বিধির কারণে ক্লাবের পুজোয় এবার তেমন জৌলুস নেই। কিন্তু তাতেও বহু মানুষ ভিড় করেন মণ্ডপে। তাই মণ্ডপ সাজানো হয়েছে কোভিড সচেতনতার বার্তায়। আদিবাসী চিত্রশিল্পী শৈলেন্দ্রনাথ মুর্মু তুলির টানে ভারি চমৎকার ফুটে উঠেছে করোনা ভয়াবহতার প্রতীকী ছবিটি। দর্শনার্থীদের প্রশংসা কুড়োচ্ছে শৈলেন্দ্রর শিল্পকর্ম এবং উদ্যোক্তাদের ভাবনা। তাঁরা করোনা বিধি মেনেই মণ্ডপে আসছেন।

Latest article