পাত্রা পর্যটনে নতুন ঠিকানা

এই গ্রামের উৎপত্তি নবাব আলিবর্দি খাঁয়ের আমলে। কংসাবতী নদীর তীরে রয়েছে প্রাচীন জমিদারবাড়ি। আর রয়েছে ঐতিহাসিক ৭৯টি মন্দির।

Must read

প্রতিবেদন : ভ্রমণপিপাসুদের জন্য সুখবর। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (ট্যাব) এক নতুন পর্যটন ঠিকানা সামনে নিয়ে এল। সেটি হল পশ্চিম মেদিনীপুরের পাত্রা। ট্যাব-এর অন্যতম কর্মকর্তা সৌমিতনারায়ণ দেব জানালেন, এটি একটি প্রাচীন মন্দিরময় গ্রাম।

আরও পড়ুন-রেণুকে খুনের চেষ্টা মানল না আদালত

এই গ্রামের উৎপত্তি নবাব আলিবর্দি খাঁয়ের আমলে। কংসাবতী নদীর তীরে রয়েছে প্রাচীন জমিদারবাড়ি। আর রয়েছে ঐতিহাসিক ৭৯টি মন্দির। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইতিমধ্যে এখানে খননকার্য শুরু করেছে। এই পর্যটন সফরকে ঘিরে আজ সকালে এক প্রভাতফেরি বেরোয়।

Latest article