প্রতিবেদন : শিল্পস্থাপনে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। এখন থেকে কৃষিজমি অধিগ্রহণের পরিবর্তে বন্ধ কলকারখানার জমি অধিগ্রহণ করে তা শিল্পের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিল রাজ্য। শুধু সিদ্ধান্তই না, তা বাস্তবায়নের জন্য পদক্ষেপও শুরু করা হয়েছে। পরিত্যক্ত ও অব্যবহৃত জমি তুলে দেওয়া হবে বিনিয়োগকারীদের। দেখা গিয়েছে একলপ্তে অনেকটা জমি নেওয়ার পরেও অনেক সংস্থা সেই জমির পুরোটা কাজে লাগাতে পারেনি।
আরও পড়ুন-বাংলা জুড়ে জনগর্জনের প্রস্তুতি তৃণমূলের
এবার থেকে এই ধরনের জমিও রাজ্যের অধীনে নিয়ে তা শিল্পের কাজে বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হবে। খুব স্বাভাবিকভাবেই এর ফলে রাজ্য সরকারের তৈরি করা ল্যান্ড ব্যাঙ্কে জমির পরিমাণ আরও বাড়বে। বিনিয়োগকারীদের চাহিদামতো জমি দেওয়া যাবে। বাংলায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির জন্য সবরকম পদক্ষেপই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। কোনও অবস্থাতেই এরাজ্যে জমি যাতে অন্তরায় না হয়ে দাঁড়ায় তার জন্য সবরকম প্রস্তুতি তৈরি রাখছে রাজ্য। গত কয়েক বছরে ৯টি শিল্পপার্ক গড়ে তোলা হয়েছ। যার জন্য মোট ১ হাজার ৭৩৯ একর জমি বরাদ্দ হয়েছে। বাংলায় নতুন শিল্পস্থাপনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের অবারিত দ্বার তাই বাংলা।