স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য

Must read

অধ্যাপক ডাঃ মুকুল ভট্টাচার্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের (The West Bengal University Of Health Sciences) নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন। তিনি এসএসকেএম হাসপাতালে অস্থিশল্য বিভাগে প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এই মর্মে এক আদেশনামা জারি করেছেন। আগামী তিন বছর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের (The West Bengal University Of Health Sciences) উপাচার্যের দায়িত্ব সামলাবেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর সর্বোচ্চ আদালত এক নির্দেশে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সার্চ কাম সিলেকশন কমিটি তৈরি করতে বলে। সেইমতো সার্চ কমিটি নিযুক্ত পদপ্রার্থীদের তালিকা এবং মুখ্যমন্ত্রীর মত বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে পাঠানো হয় । এরপরই আচার্যের অনুমতিক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন- যানজট এড়াতে-দূষণ কমাতে ধর্মতলায় ‘মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব’

Latest article