আরও ভাল ছবি উপহার দিতে চাই
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়
নতুন বছরে আশা করব যাতে আরও ভাল ভাল কাজ করতে পারি, আর চাই এইভাবেই দর্শকদের ভালবাসা আমাদের সঙ্গে থাকুক। এছাড়াও চাইব আমাদের আশপাশে যাঁরা আছেন সবাই যেন সুস্থ থাকেন। আমাদের কাজের কথা বলতে গেলে সেটা নিয়ে প্রচুর পরিকল্পনা আছে। অবশ্যই নতুন স্ক্রিপ্ট, নতুন ছবি। তবে সেগুলো নিয়ে এখনই বলব না, নতুন বছরে ক্রমশ প্রকাশ্য। তবে আমরা আমাদের অনুরাগীদের আগেও যেমন নতুন ধারার সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছি, তেমনি নতুন বছরেও ভাল ভাল ছবি দেওয়ার চেষ্টা করব। কাজ করতে গেলে শরীর ঠিক রাখা অত্যন্ত প্রয়োজন। গত বছর নিজেদের শরীরের উপর ঠিকমতো খেয়াল রাখা হয়নি। নতুন বছরে এই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তবে শুধুমাত্র নিজেদের নয়, আমাদের কাছের মানুষদেরও আরও ভাল রাখব নতুন বছরে। এটাই আমাদের অঙ্গীকার।
আরও পড়ুন-ইডির অফিস থেকে ঘুষের টাকা উদ্ধার করল সিবিআই
নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব
কৌশানি মুখোপাধ্যায়
আমি ২০২২ সাল থেকে আমার কাজের ধরনটা একটু আলাদা করে ফেলেছি। এখন অনেক কম ছবি হয়। আর আমি এখন ছবির গুণমান নিয়ে কোনও সমঝোতা করি না। বর্তমানে আমি ছবির বিষয়বস্তুর ওপরে জোর দিই। যেমন কিছুদিন আগে আমি বহুরূপী সিনেমাটা করলাম, একদম অন্য মাত্রার একটি সিনেমা। আর সেই কারণেই আমার নতুন বছরের পরিকল্পনা হল আরও এরকমই ভাল বিষয়বস্তুর ওপর সিনেমা করতে চাই। অল্প সিনেমা করব, কিন্তু সেটা এমন হবে যাতে দর্শকদের মনের গভীরে পৌঁছে যেতে পারি। এছাড়াও ভাল প্রোডাকশন হাউস এবং ভাল পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। প্রত্যেকটা কাজের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ আসে। তখন নিজেকে বদলাতে হয়। কথাবার্তা, ব্যক্তিত্ব নিজের আপাদমস্তক একটা রূপান্তর ঘটে বিভিন্ন ওয়ার্কশপ করলে এবার ভাল ছবি করার জন্য সেইসব ওয়ার্কশপ করতে চাই। এছাড়াও নতুন বছরে আমি আমার ঘুমের ধরনটা পাল্টাতে চাই। সারাদিন কাজকর্মের পরে রাতে আমি সিনেমা দেখতে ভালবাসি। আর এটা দেখতে গিয়ে রাত্রে ঘুমোতে আমার দেরি হয়ে যায়। এটা আমি নতুন বছরে পাল্টে ফেলতে চাই। সাধারণত আমি বছরে দু’বার বেড়াতে যাই কিন্তু এবছর কাজের চাপের জন্য আমি একবারই ঘুরতে যেতে পেরেছি। সেই কারণে আমি চাই যাতে আমি নতুন বছরে একবার জন্মদিনের সময় আর একবার পুজোর সময় যাতে আমি বেড়াতে যেতে পারি। আমি আমার অনুরাগীদের কাছ থেকে প্রচুর ভালবাসা পাই, আমি তাদের প্রমাণ করে দিতে পেরেছি যে আমি ভাল কাজ করতে পারি। আর সেই কারণেই আমার অনুরাগীরা আমাকে সবসময় জিজ্ঞাসা করে যে আমি পরবর্তী কী নতুন কাজ করছি, আমাকে ওরা আরও ভাল ভাল কাজ করতে দেখতে চায়, সাফল্য পাওয়া আর সাফল্যকে ধরে রাখা দুটো আলাদা। আমি সাফল্যকে ধরে রাখতে চাই আর আমার অনুরাগীদের কাছে একটাই প্রতিশ্রতি যে তারা যেমন প্রত্যাশা আমার কাছে করছেন আমি ১০০ শতাংশ চেষ্টা করব সেই প্রত্যাশা পূরণ করার।
আরও পড়ুন-দেখা মিলল জিনাতের, বাঘিনীকে লক্ষ্য করে ছোড়া হল ঘুমপাড়ানি গুলি!
কাজের মাধ্যমেই সবার ভালবাসা পেতে চাই
ঋষভ বসু
২০২৫-এ আমার অনেকগুলো ছবির মুক্তির কথা আছে, যেগুলো মধ্যে এস কে-এর সঙ্গে ইতিমধ্যে তিনটি ছবির নাম ঘোষণা হয়ে গেছে। তার মধ্যে জানুয়ারি মাসে ‘যদি এমন হত’, এপ্রিল মাসে ‘অন্নপূর্ণা’, এবং জুন মাসে শার্লক হোমস, যেটা শার্লক হোমসের বাংলা ভার্সন। এই তিনটে ছাড়াও এবছর এনএবিসি-তে আমার অভিনীত একটা ছবি সেরা ছবি হিসাবে নির্বাচিত হয়েছে যেটার নাম ‘ধ্রুবর আশ্চর্য জীবন’। এই ছবিটা নতুন বছরের রিলিজ করবে। এটার সঙ্গে তথাগতদার ‘গোপনে মদ ছাড়ান’ সিঙ্গল শর্ট ফিল্ম। খুব নির্বাচিত মানুষই হয়তো আমার কাজ দেখেন, ভালবাসেন। ২০২৫-এর স্বপ্ন, আরও আরও মানুষের কাছে যেন আমি আর আমার কাজ পৌঁছে যায় এবং আমার অভিনয় যেন সকলকে ছুঁয়ে যায়। আমি স্বপ্ন দেখি নতুন বছরে আরও ভাল প্রযোজক আর পরিচালকদের সঙ্গে যেন কাজ করতে পারি। সিনিয়র অভিনেতাদের সঙ্গে যদি কাজ করতে পারি তাহলে ভীষণ ভাল লাগবে। আমার দর্শকদের একটা অভিযোগ আছে যে আমি সামাজিকমাধ্যমে খুব একটা সক্রিয় নই। খুব বেশি পোস্ট করি না, খুব জনপ্রিয় নই, ফলোয়ার্সও তেমন নেই আমার। আর সেই কারণে আমি চিন্তা করেছি যে ২০২৫ সালে অর্থাৎ নতুন বছরে সামাজিকমাধ্যমে আমি সক্রিয় হব এবং আমার দর্শকদের খুব কাছাকাছি আসার চেষ্টা করব। এছাড়াও ২০২৫-এ আমার একটা নাটক পরিচালনা করার ইচ্ছে আছে। এটা আমার পনেরো বছরের স্বপ্ন, কিন্তু এখনও অব্দি আমি এটা করে উঠতে পারিনি। কারণ কেউ এখনও ভরসা করে আমাকে টাকা দেননি নাটক করার। তবে ইতিমধ্যে দেবলীনাদি, সৌম্যদা আর আমি একটা নাটক করার পরিকল্পনা করছি। আমি চাই আমার এই নাটক নির্দেশনার স্বপ্ন নতুন বছরে পূরণ হোক। এছাড়াও চাই নতুন বছরে যেন আমার সমস্ত কাজগুলো রিলিজ হয়। সবাই সেগুলো দেখুক এবং ২০২৫ আমাকে আরও ভালবাসা এনে দিক।
দর্শকদের মনের গভীরে পৌঁছতে চাই
সৌম্যদীপ মুখোপাধ্যায়
জগদ্ধাত্রী ধারাবাহিকে স্বয়ম্ভূ চরিত্রটা আমাকে আমার দর্শকদের খুব কাছাকাছি নিয়ে গিয়েছে। নতুন বছরেও এই চরিত্রটাতেই আরও মনোনিবেশ করব। দর্শকদের মনের আরও গভীরে যাতে পৌঁছতে পারি সেই ভাবেই কাজটা আরও ভাল করে করব। এই ধারাবাহিকটাতে স্নেহাশিস চক্রবর্তী আমাকে স্বয়ম্ভূ চরিত্রটা করার সুযোগ দিয়েছেন। সেই কারণে নতুন বছরেও আমার ধ্যান-জ্ঞান সবকিছুই থাকবে এই ধারাবাহিক ঘিরেই। আসলে আমি কোনও পরিকল্পনায় বিশ্বাসী নই। যেমনভাবে যেভাবে সুযোগ আসবে সেই ভাবেই আমি এগিয়ে চলব। এছাড়াও আমি অনেক সময় অনেক ধরনের খাবার খেয়ে ফেলি, যেটা হয়তো আমার খাওয়া উচিত নয়। নতুন বছরে আমি নিজেকে এই প্রতিশ্রুতিই দেব যাতে আমি নির্দিষ্ট ডায়েট মেনে চলতে পারি।
আরও পড়ুন-সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ চলছেই: ঢোকাচ্ছে বিএসএফ, ধরছে পুলিশ
আর জাঙ্ক ফুড খাব না
তিতিক্ষা দাস
প্রতিবারই তো নতুন বছর আসার আগে প্রচুর নিয়মকানুন বানাই, এভাবে চলব ওভাবে চলব কিন্তু কোনও কিছুই আর শেষ পর্যন্ত ঠিকঠাক পালন করতে পারি না। কিন্তু এ-বছর আমি আমার বানানো নিয়মকানুনগুলো যেভাবেই হোক মেনে চলার চেষ্টা করব। নতুন বছরের ইচ্ছে আছে বড়-বড় ভাল-ভাল কাজ করার। এছাড়াও প্রচুর ঘোরার ইচ্ছা আছে। আমার সমুদ্রসৈকত ভীষণ পছন্দের। সাগরপারের বিভিন্ন সৈকতে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, যেটা নতুন বছরে পূরণ করতে চাই। মালদ্বীপ এবং বালি যাওয়ার খুব ইচ্ছে আমার। কিন্তু আমি এখনও জানি না যে ২০২৫-এ এই স্বপ্নটা পূরণ করতে পারব কি না, তবে চেষ্টা করব। এই মুহূর্তে আমার দুই শালিক বলে একটা মেগা ধারাবাহিক চলছে। এখানে আমার চরিত্রের নাম আঁখি। দর্শকরা আমার এই চরিত্রটাকে খুব ভালবাসে। এখানে যেমন আমি ভালবাসা পাচ্ছি তেমনি আমি সিনেমাও করতে চাই। মনে-প্রাণে স্বপ্ন দেখি নতুন বছরে সিনেমায় সুযোগ পাওয়ার। আমার প্রথম সিরিয়াল ছিল ইচ্ছে পুতুল। সেখানকার চরিত্রের নাম ছিল মেঘ। এই মেঘ আর আঁখির চরিত্র দুটো অনেকটা একই ধরনের। তাই আমার ইচ্ছা এই চরিত্র থেকে বেরিয়ে একটা নতুন ধরনের চরিত্রে অভিনয় করার, যে-চরিত্র দর্শকরা এখনও দেখেনি। নতুন বছরে আমি আমাকে অঙ্গীকার করব যে আমি যেন একটা খুব সুন্দর জীবন যাপন করতে পারি। আমি প্রচণ্ড খেতে ভালবাসি। যেকোনও ধরনের জাঙ্ক ফুড আমার প্রচণ্ড প্রিয়। এগুলো খাওয়ার পরেও শরীর সুস্থ রাখার মতো সুপার পাওয়ার যদি থাকত তাহলে খুব ভাল হত, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই নতুন বছর থেকে আমি আর জাঙ্ক ফুড না খাওয়ার প্রতিজ্ঞা করব এবং সঠিক ডায়েট মেনে চলব। আর আমার দর্শকদের কাছে এটাই প্রতিশ্রুতি যে তারা যেভাবে আমাকে অর্থাৎ আমার কাজকে ভালবাসছে, সেই ভালবাসা যাতে অটুট থাকে তার চেষ্টাই করব।
আরও পড়ুন-সাংসদের উদ্যোগে বেলুড়ের হাসপাতালে ইউএসজি মেশিন
নিজেকে আরও বেশি ভালবাসব
দেবলীনা কুমার
প্রচুর প্রচুর ভাল কাজ করার পরিকল্পনা আছে নতুন বছর। এ বছরে রবীন্দ্র সংগীতের জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে শুধুমাত্র রবীন্দ্র সংগীতের ওপরেই মিউজিক ভিডিও করা হবে। আর এই চ্যানেলটাকে সামনের বছর আমি বহুদূর নিয়ে যেতে চাই, আমি চাই চ্যানেলটা আগামী বছর আরও বড় হোক। একটা বিষয়ে আমি প্রচণ্ড সৌভাগ্যবতী বলে নিজেকে মনে করছি কারণ নতুন বছরের প্রথম দিন থেকেই আমার নতুন সিনেমা রাশ-এর শ্যুটিং শুরু হচ্ছে। সেই সিনেমাটি তথাগত মুখোপাধ্যায়ের নির্দেশনায় তৈরি হচ্ছে। এছাড়াও এবছর আমি নিজে নাচের স্কুল ছাড়াও একটা-দুটো শো করার পরিকল্পনা করছি। আসলে সামনের বছর প্রচুর কাজ করার ইচ্ছা আছে। যে ভুল থেকে মানুষ শিক্ষা পায় তেমন কোনও ভুল সামনের বছরে করতে চাই না। অর্থাৎ অনুতাপ হবে এমন ভুল করব না। আমি যেহেতু মানুষকে বিশ্বাস করতে ভালবাসি, সেহেতু অনেক সময় অনেক মানুষকে আমি বিশ্বাস করে ফেলি। আর এই বিশ্বাস করে অনেক সময়ই আমি ঠকে যাই। কিন্তু শেখা-ই যেহেতু জীবন সেহেতু ঠেকেই শিখি, সেটা নিয়ে কোনও খারাপ লাগা নেই আমার। আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করতে চাই যে অনেক কাজ করব, জেনে বুঝে কাউকে আঘাত করব না আর নিজেকে আরেকটু বেশি করে ভালবাসব।
ধৈর্য বাড়াতে চাই
লগ্নজিতা চক্রবর্তী
আমাদের চারিদিকেই অশান্ত পরিবেশ তাই নতুন বছরে পৃথিবীকে শান্ত দেখতে চাই। কোনও পরিকল্পনা নয়, আমি নিজস্ব একটা দৈনন্দিন রুটিন ফলো করি আর যেটা করি সেটা কোনও কিছু পাওয়ার আশায় করি না। আমার মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, আমি বেড়াতে যেতে একদম পছন্দ করি না। নতুন কিছু নয় পুরনো জিনিস নিয়েই জীবন কাটানো আমার বেশি পছন্দের। বেড়ানোর বদলে যদি রোজ, কাজ বা রেকর্ডিং থাকত তাহলে বেশ ভাল লাগত। জীবনের প্রচুর ভুল আছে যেগুলো সংশোধন করতে চাই। কিন্তু বহুদিন ধরে যে ভুলটা সংশোধন করতে পারছি না সেটা হল স্পর্শকাতর কোনও জিনিস নিয়ে মুখ বন্ধ করা। আসলে আমার ভেতরে একটা অদ্ভুত রাগ হয় সেই কারণেই আমি মুখটা বন্ধ রাখতে পারি না। এটা ভুল কি না জানি না, তবে এটা সংশোধন করতে গেলে রাগটা কমাতে হবে। প্রতি বছর বারবার নিজেকে নানাভাবে প্রমিস করি। কিন্তু সেই প্রমিস রাখতে পারি না। বহু বছর ধরে চেষ্টা করছি ধৈর্য বাড়ানোর, কিছুটা বেড়েছে কিন্তু আরও বাড়াতে চাই। আমি আমার অনুরাগীদের কাছে ভীষণ কৃতজ্ঞ। তারা ১০ বছর ধরে আমার গান সহ্য করছে। আমি আরও ভাল গাওয়ার জন্য প্রতিনিয়ত রেওয়াজ করে চলেছি। যদি আমার গান আমার অনুরাগীদের ভাল লাগে তাহলে আরও দশ বছর আমাকে সহ্য করতে হবে। আমি আমার গান দিয়ে আরও তাদের হৃদয়ের কাছে পৌঁছনোর চেষ্টা করব। সারা ভারতের বাঙালিদের ভালবাসা আমি পেয়েছি এবং আগামী দিনেও পেতে চাই।
আরও পড়ুন-দিনের কবিতা
আরও ভাল জনসংযোগ করতে চাই
মৈনাক ব্যানার্জি
নতুন বছরে আরও অনেক বেশি এবং ভাল ভাল কাজ করতে চাই। এছাড়াও অনেক ধরনের ইচ্ছে মনের মধ্যে আছে, তার মধ্যে সিনেমা করার ইচ্ছে আছে, প্রচুর সিরিয়াল করার ইচ্ছা আছে, আমি যেটাই করি না কেন সেটাই যেন প্রচুর প্রচুর হিট হয় এবং দর্শকদের মন ছুঁয়ে যায়। এছাড়াও যাতে নতুন বছরে প্রচুর টাকা রোজগার করতে পারি, প্রচুর জায়গায় ঘুরতে যেতে পারি, প্রচুর ট্রেক করতে পারি— এগুলোই আমার স্বপ্ন, বলা যায় আমি চাই নতুন বছরে আমার সব স্বপ্ন পূরণ হোক। নতুন বছরে আমার ফ্যামিলি যেন আরও আরও ভাল থাকে। আমার জীবনটা প্রচুর ভুলে ভরা। যেগুলো হয়তো আর সংশোধন করা যাবে না। আর ভুল থাকবে না এটা বলতেও পারি না, ভুল না থাকলে ঠিকটা বুঝতে পারব না। তবে আমার সব থেকে বড় ভুল যেটা সেটা হচ্ছে জনসংযোগ। এই জনসংযোগ ব্যাপারটা আমি ঠিকঠাক করতে পারি না। আমাদের ইন্ডাস্ট্রিতে জনসংযোগ করাটা খুবই জরুরি। এই ভুলটা আমি কিছুতেই শোধরাতে পারছি না কিন্তু আমি আরও জনসংযোগ করতে চাই। কিন্তু কীভাবে করব সেটা বুঝে উঠতে পারছি না। তবে নতুন বছরে নিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞাই করব আমি যেন সবসময় ভাল মানুষ হয়ে থাকতে পারি। আর আমার অনুরাগীদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে যে আমি তাদের অনেক ভাল ভাল কাজ উপহার দিতে চাই। যাতে আমি তাদের আরও কাছাকাছি আসতে পারি, ভালবাসা পেতে পারি। আমার একটা ওয়েব সিরিজের শ্যুটিং হয়ে গেছে, সিরিজটির নাম কুহেলিকা। যেটা নতুন বছরে মুক্তি পাবে।