হরমনেই আস্থা বোর্ডের, নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা

Must read

মুম্বই, ১৭ অক্টোবর : জল্পনার অবসান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ভারত। এর পরেই জল্পনা তুঙ্গে ছিল, নেতৃত্ব হারাতে চলেছেন হরমনপ্রীত। শোনা গিয়েছিল, বিশ্বকাপের ব্যর্থতার কারণ জানতে চেয়ে দ্রুত হরমনপ্রীত এবং কোচ অমল মুজুমদারের সঙ্গে বৈঠকে বসবেন বিসিসিআই কর্তারা। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে নাম ভাসছিল স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ এবং দীপ্তি শর্মার।

আরও পড়ুন- বিরাট কেন তিনে, কুম্বলের মুখে পূজারা

যদিও যাবতীয় চর্চায় জল ঢেলে দিয়ে বৃহস্পতিবার কিউইয়দের বিরুদ্ধে সিরিজের জন্য হরমনপ্রীতের (Harmanpreet Kaur) নেতৃত্বেই আস্থা রাখল বোর্ড। তাঁর ডেপুটি মান্ধানা। তবে ঘোষিত দলে নাম নেই বিশ্বকাপ দলের তিন সদস্য রিচা ঘোষ, আশা শোভনা ও পুজা বস্ত্রকরের। বিসিসিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১২ ক্লাসের পরীক্ষার জন্য রিচা এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে, শোভনার চোট রয়েছে। আর অলরাউন্ডার পূজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবেন হরমনপ্রীতরা। সিরিজের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর আমেদাবাদে। পরের দু’টি ম্যাচ যথাক্রমে ২৭ এবং ২৯ অক্টোবর। এই দু’টি ম্যাচের ভেনুও আমেদাবাদ।

Latest article