ভয়াবহ দৃশ্য যোগীরাজ্যে। চূড়ান্ত গাফিলতি হাসপাতাল ( UP Hospital) এবং যোগী প্রশাসনের। মৃত সদ্যজাতর মাথা খাচ্ছে কুকুর। উত্তরপ্রদেশের ললিতপুর মেডিক্যাল কলেজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যোগী প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে গাফিলতির।
যেখানে হাসপাতাল-প্রশাসনের ( UP Hospital) গাফিলতি স্পষ্ট তা কিছু স্বীকার করছে না তারা। দায়িত্ব এড়িয়ে মৃত শিশুটির পরিবারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি দুপুরে ললিতপুর মেডিকেল কলেজের জেলা মহিলা হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুটির ওজন কম এবং অসুস্থতার কারণে তাকে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন- কী ঘটেছিল সেই রাতে, বিস্ফোরক সাক্ষাৎকার নিউটাউন-কাণ্ডে ধৃতের স্ত্রীর
কুকুরের একটি নবজাতকের মাথা খাওয়ার একটি বিরক্তিকর দৃশ্য উত্তরপ্রদেশের ললিতপুরে বিতর্কের জন্ম দিয়েছে। মঙ্গলবার ললিতপুর মেডিক্যাল কলেজে কুকুরকে শিশুটিকে ছিঁড়ে ফেলতে দেখা যায়। যতক্ষণে মানুষ কুকুরকে তাড়াতে পারত, ততক্ষণে তারা শিশুটির মাথা খেয়ে ফেলেছে। হাসপাতাল প্রশাসন দায়িত্ব এড়িয়ে শিশুটির পরিবারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। তবে অইদিন সন্ধেই মৃত্যু হয় শিশুটির।
তবে এই প্রথম এইরকম ঘটনা নিয়ে হাসপাতালে তদন্ত চলছে এমনটা একেবারেই নয়। অতীতেও বহুবার এমন অবহেলার অভিযোগ উঠেছে।