ময়লার ব্যাগে থাকা নবজাতক এক কন্যা শিশুকে (newborn) কুকুর কামড়ে নিয়ে যাওয়ার সময় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বুধবার লেবাননের (Lebanon) রাজধানী ত্রিপলিতে এই ঘটনায় দেশবাসী হতবাক। জানা গেছে, কুকুরটি ময়লার ব্যাগে ভর্তি শিশুটিকে নিয়ে যাওয়ার সময় একজন পথচারী দেখতে পান। সন্দেহ হাওয়ায় তিনি কুকুরের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করেন।
আরও পড়ুন-বৃষ্টিতেও জল দাঁড়াবে না মহানগরীতে, একুশের সভা নিয়ে পুর নিকাশি দফতরের তৎপরতা
এরপরেই ব্যাগ খুলে শিশুটিকে দেখে তিনি হতভম্ব হয়ে যান। শিশুটিকে উদ্ধার করে দেখা যায় তার শরীরে অনেক দাগ। দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা পরিষেবা এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর পর শিশুটিকে ত্রিপলি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটি কয়েক ঘণ্টা আগেই জন্মগ্রহণ করে। কিন্তু শিশুটিকে কখন ময়লার স্তূপে ফেলে দেওয়া হয় সেটা জানা যায়নি। শিশুটির অবস্থাও খুব খারাপ। হাসপাতাল তার সম্পর্কে বিস্তারিত তথ্য যদিও দিচ্ছে না।
আরও পড়ুন-সকন্যা আদিবাসী প্রৌঢ়াকে নারকীয় নিপীড়ন বিজেপির
শিশুটিকে কে এভাবে ফেলে গেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। শিশুটি সুস্থ হয়ে উঠলে তাকে যদি কেউ দত্তক না নেয় তাহলে আইন অনুযায়ী শিশুটিকে অনাথ আশ্রমে রাখা হবে বলে জানা গিয়েছে।