বিভিন্নরকম টালবাহানা পেরিয়ে শনিবার বিকেলে শপথ নিলেন ধূপগুড়ির (Dhupguri) নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায় (Nirmal Chandra Roy)। বিকেল সাড়ে চারটেয় নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anad Bose)। শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভায় শাসকদলের উপ মুখ্য সচেতক তাপস রায়।
আরও পড়ুন-উত্তরপ্রদেশের জালাউন জেলায় আট মাসের গর্ভবতী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
৮ সেপ্টেম্বর নির্মলচন্দ্র রায় ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী হন। সেই থেকেই রাজভবন-নবান্নের মধ্যে টানাপোড়েনে আটকে ছিল তাঁর শপথগ্রহণ। রাজভবনের তরফে গত শনিবার নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাতে চেয়ে তাঁর ধূপগুড়ির বাড়িতে চিঠিও পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিষদীয় দফতর সেই শপথগ্রহণের অনুমোদন না দেওয়ায় তাঁর শপথ আটকে যায়।
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গত সোমবার, নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের ব্যাপারে জানতে চিঠি দেন রাজ্যপালকে। মঙ্গলবার চিঠি দিয়ে রাজ্যপাল তাঁকে জানান, এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনিঁ। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে,তিনি বলেন, ধূপগুড়ির জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায় তফশিলি জাতি সম্প্রদায়ভুক্ত। তাই তাঁকে রাজভবনে শপথবাক্য পাঠ করাতে চান। সেক্ষেত্রে বার্তা দেওয়া যাবে যে, সমস্ত ধর্ম-বর্ণের মানুষকে প্রাধান্য দিচ্ছে রাজভবন।