বিজেপি-নীতীশের বিহারে ভাড়াটে খুনি লাগিয়ে স্বামীকে খুন করাল নববধূ

বিজেপির জঙ্গলরাজে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই তলানিতে এসে ঠেকেনি বিহারে, দ্রুত অবনতি হচ্ছে বিবেক এবং রুচিবোধেরও।

Must read

প্রতিবেদন: বিজেপির জঙ্গলরাজে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই তলানিতে এসে ঠেকেনি বিহারে, দ্রুত অবনতি হচ্ছে বিবেক এবং রুচিবোধেরও। নীতীশ কুমার প্রায়ই দাবি করে থাকেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে নাকি অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বিহারে। কিন্তু বাস্তবের ছবিটা যে সম্পূর্ণ উলটো, তা একটার পর একটা ঘটনাতেই প্রমাণিত। এবার প্রেমিকের হাত ধরে বিয়ের দেড় মাসের মধ্যেই ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করাল নববধূ। ঔরঙ্গাবাদের ঘটনা। এই ঘটনা নিঃসন্দেহে উসকে দিল শিলংয়ে রাজা রঘুবংশীর নৃশংস হত্যাকাণ্ডের যন্ত্রণাদায়ক স্মৃতি। সবচেয়ে লজ্জার কথা, বিহার-কাণ্ডে অভিযুক্ত বধূর প্রেমিক তার নিজের কাকা। দু’জনে মিলে ষড়যন্ত্র করেই ভাড়াটে খুনি দিয়ে খুন করাল বাড়ির নতুন জামাইকে। প্রেমিকা ভাইঝি গুঞ্জা দেবীর বয়স ২০।

আরও পড়ুন-ডিজিটাল অ্যারেস্ট রুখতে জাতীয় টাস্ক ফোর্স তৈরির দাবি তৃণমূলের

প্রেমিক কাকা জীবন সিংহের বয়স ৫৫। এমন অসম গুপ্তপ্রেমের পরিণতিতে প্রাণ দিতে হল নবীননগর থানা এলাকার বারওয়ান গ্রামের যুবক প্রিয়াংশুকে। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে। তাই বিয়ের পর থেকেই স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে মরিয়া হয়ে ওঠে গুঞ্জা। কাকার মদতে নিখুঁত ছক। ২৫ জুন বোনের বাড়ি থেকে ট্রেনে ফিরছিলেন প্রিয়াংশু। নবীননগর স্টেশনে নেমে স্ত্রী গুঞ্জাকে ফোন করেন। তাঁকে নিয়ে যাওয়ার জন্য কাউকে বাইক নিয়ে পাঠাতে বলেন প্রিয়াংশু। এই সুযোগেই ২ অজ্ঞাতপরিচয় বাইক আরোহী খুব কাছ থেকে তাঁকে গুলি করে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ দেখে ২ ভাড়াটে খুনিকে গ্রেফতার করে পুলিশ। জেরায় আসল ঘটনা জানিয়ে দেয় তারা। তারই ভিত্তিতে গুঞ্জাকে গ্রেফতার করা হয়। মোবাইলের তথ্য বলছে, প্রিয়াংশুকে খুনের সময় গুঞ্জার সঙ্গে কাকার যোগাযোগ চলছিল ফোনে। তবে অভিযুক্ত প্রেমিক-কাকা এখনও ফেরার।

Latest article