কুস্তিগিরদের পাশে নীরজ, কপিলদেব

শীর্ষ আদালতে স্বস্তি আন্দোলনকারী কুস্তিগিরদের। ফেডারেশন সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ

Must read

নয়াদিল্লি, ২৮ এপ্রিল : শীর্ষ আদালতে স্বস্তি আন্দোলনকারী কুস্তিগিরদের। ফেডারেশন সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অভিযোগকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে দিল্লি পুলিশকে। তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট নজরদারি করবে না।

আরও পড়ুন-প্রবল উত্তেজনা মণিপুরে পুড়ল মুখ্যমন্ত্রীর মঞ্চও

এদিন, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে এফআইআর নিতে রাজি দিল্লি পুলিশ। কুস্তিগিরদের তরফ থেকে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, নিরাপত্তার অভাব বোধ করছেন কুস্তিগিররা। নাবালিকা অভিযোগকারিণীকে আপাতত দিল্লি থেকে সরিয়ে গোপন ঠিকানায় রাখা হয়েছে। এই কথা শোনার পরেই বিচারপতি নির্দেশ দেন, দিল্লি পুলিশকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপাতত মামলা খারিজ না করে আগামী সপ্তাহে তদন্তের অগ্রগতি সম্পর্কে শীর্ষ আদালতকে জানাতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি। এদিকে, কুস্তিগিরদের সমর্থনে এগিয়ে এলেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এবং ’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

আরও পড়ুন-ঘৃণাভাষণে মামলা দায়ের করতে হবে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

ট্যুইটারে নীরজ লিখেছেন, ‘‘কুস্তিগিররা ন্যায় বিচারের জন্য লড়াই করছে। ওরা দেশের প্রতিনিধিত্ব করার জন্য এবং আমাদের গর্বিত করতে কঠোর পরিশ্রম করে চলেছে। একটা জাতি হিসেবে আমাদের দায়িত্ব প্রত্যেকের পাশে থাকা এবং মর্যাদা রক্ষা করা।’’ কপিল নিজের ইন্সটাগ্রাম পোস্টে আন্দোলনরত কুস্তিগিরদের ছবি দিয়ে প্রশ্ন তুলেছেন, ‘‘ওরা কি ন্যায়বিচার আদৌ পাবে?’’

Latest article