প্রতিবেদন : চলতি বছর পুজোর রেশ এখনও কাটেনি। বাকি রয়েছে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, বড়দিনের ছুটি। এরই মধ্যে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। ছুটির তালিকা অনুযায়ী আগামী বছর পুজোর ছুটি থাকছে ১২ দিন। চলতি বছরে সরকারি কর্মীরা পুজোর ছুটি পঞ্চমী থেকে পেয়েছিলেন। আগামী বছর চতুর্থী থেকে দেওয়া হয়েছে। এবছর পুজোর ছুটি ১১ দিন ছিল। আগামী বছর তা ১২ দিন হচ্ছে।
আরও পড়ুন-কালীপুজোয় বাজার বাড়ছে বিকল্প প্লাস্টিকের জবার মালার
আগামী বছর সরস্বতীপুজো ২৬ জানুয়ারি বৃহস্পতিবার পড়েছে। তাই তার আগের দিন বুধবারও সরস্বতী পুজোর জন্য রাজ্য সরকার ছুটি দিয়েছে। আগামী বছরে এনআই অ্যাক্টে ছুটির সংখ্যা ২৫। আর রাজ্য সরকার দিয়েছে অতিরিক্ত ১৯টি ছুটি। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন বাদে ৪৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। ৭ এপ্রিল গুডফ্রাইডের সঙ্গে বি আর আম্বেদকরের জন্মদিন একই দিনে পড়েছে। অর্থাৎ একটি ছুটি মার যাচ্ছে। পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল। সেইদিন শনিবার। অর্থাৎ রাজ্য সরকারের কর্মীদের একটি ছুটিরবার নষ্ট। তবে অন্য হিসেবেও রয়েছে। ৫ মে শুক্রবার মহাবীর জয়ন্তীর ছুটি থাকছে। আর ৯ মে মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীর ছুটি থাকছে। মাঝে মাত্র একটা দিন অফিস। দোল, রথযাত্রা আর স্বাধীনতা দিবস মঙ্গলবার। ১৪ এপ্রিল ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি। তবে আগামী বছর ইংরেজি নববর্ষ, রবিদাসের জন্মদিন, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, কালীপুজো আর ছট পুজো পড়েছে রবিবার।