বার্সেলোনায় থাকলে ব্যালন পেত নেইমার, সুয়ারেজের দাবি

Must read

মন্টেভিডিও, ৫ মার্চ : বার্সেলোনায় থাকলে ব্যালন ডি’অর জিততে পারত নেইমার (Neymar)। এমনটাই মনে করছেন উরুগুয়ে ও বার্সেলোনার প্রাক্তন তারকা লুইস সুয়ারেজ।
সুয়ারেজ বলেছেন, ‘‘আমাদের কাছে মেসি ছিল বিশ্বসেরা। আর নেইমার ছিল দ্বিতীয় সেরা। ওরা আমাকে গোল্ডেন বুট জিততে সাহায্য করেছে। আমি সব সময় ওদের কাছে কৃতজ্ঞ। এটা প্রমাণ করেছে যে, তিনজন তারকা ব্যক্তিগত অর্জনের জন্য না খেলে দলের সাফল্যের জন্য খেলেছে। এটাই আমাদের সেরা বানিয়েছে, সঙ্গে ভাল সতীর্থও বানিয়েছে।’’
নেইমার (Neymar) প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘আমি ওকে বলেছিলাম, তুমি বার্সেলোনা ছেড়ো না। তাহলে সবকিছু জিততে পারবে। যদি নেইমার বার্সেলোনায় থাকত, তাহলে নিশ্চিতভাবে ব্যালন ডি’অর জিততে পারত।’’ সুয়ারেজের স্মৃতিচারণ, ‘‘বার্সেলোনায় যোগ দিয়েই আমি মেসি ও নেইমারকে বলেছিলাম, ট্রফি জিততে এখানে এসেছি। আমার কাছে এটাই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য পেনাল্টি নেওয়া নিয়ে তর্ক করতাম না ওদের সঙ্গে। আমার কাছে আসল লক্ষ্য ছিল দলের জয়।’’

আরও পড়ুন: বাংলার আবাস যোজনায় দুর্নীতি হয়নি, জানিয়ে দিল কেন্দ্রীয় দল

Latest article