প্রতিবেদন : মোদি সরকারের (Modi Government) আচ্ছে দিনের আর এক নমুনা। এমনিতেই জ্বালানির দামের ছেঁকায় লাফিয়ে বাড়ছে পরিবহণের খরচ। তার ওপর রান্নার গ্যাসের পর এবার বাড়তে চলেছে টোল ট্যাক্স (Toll Tax)। ফলে পরিবহণ খরচ আরও বাড়বে, যা ঘুরিয়ে এসে চাপবে আমজনতার ঘাড়েই। জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে আগামী ১ এপ্রিল থেকে টোল ট্যাক্স বাবদ গুনতে হবে আরও বেশি টাকা। ৫ থেকে ১০ শতাংশের মতো বাড়ছে টোল ট্যাক্স। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই টোল ট্যাক্স (Toll Tax) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে আগামী ১ এপ্রিল থেকে হালকা যানের ক্ষেত্রে ৫ শতাংশ ও ভারী যানের ক্ষেত্রে ১০ শতাংশ টোল ট্যাক্স বাড়তে চলেছে। ২০০৮ সালের নিয়মানুযায়ী প্রতি বছর জাতীয় সড়কের টোল রেট সংশোধন করা হয়। গত বছর ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানো হয়েছিল টোল ট্যাক্স। ফলে সব ধরনের যানবাহনের উপরই ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছিল টোল ট্যাক্স। বর্তমানে এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটারে ২.১৯ টাকা টোল চার্জ করা হয়। এই নতুন টোল ট্যাক্স ৬ লেনের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে এবং দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতেও প্রযোজ্য হবে।
আরও পড়ুন: ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে সরকারের ঘনিষ্ঠতার ফলে দেশের ক্ষতি হয়: রাজন