প্রয়াগরাজ-কাণ্ড: নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই NHRC অভিযোগ নিল, বললেন দোলা সেন

Must read

তৃণমূল কংগ্রেসের চাপে শেষ পর্যন্ত প্রয়াগরাজ (Prayagraj Case) গণহত্যার অভিযোগ দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়ংকর গণহত্যায় মৃত্যু হয় এক শিশু সহ একই পরিবারের বেশ কয়েকজনের। এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়। যোগী সরকারের আইনশৃঙ্খলার চূড়ান্ত কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়ে৷ তারপরও নির্বিকার ছিল উত্তরপ্রদেশ প্রশাসন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংসদ দোলা সেন, সাকেত গোখেল, মমতা বালা ঠাকুর সহ ৫ সদস্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যায় প্রয়াগরাজে। পরে দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনে গোটা ঘটনা জানায় তৃণমূল কংগ্রেস। তাদের হস্তক্ষেপ দাবি করা হয়। অবশেষে সেই ঘটনায় অভিযোগ দায়ের করল তারা।

আরও পড়ুন: দেশের বিষাক্ত দল বিজেপি: কুকথার জন্য শাহকে ধুয়ে দিলেন কুণাল

দলের তরফেই বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ সমাজমাধ্যমে প্রয়াগরাজ (Prayagraj Case) গণহত্যা জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ দায়েরের খবর জানানো হয়। দলের তরফে প্রয়াগরাজ ও মানবাধিকার কমিশনে যে প্রতিনিধি দল গিয়েছিল তার অন্যতম প্রতিনিধি সাংসদ দোলা সেন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক অবিসংবাদি নেত্রী তাঁকে মোদীবাবু সহ সকলেই কাউন্ট করেন, করতে বাধ্য হন। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে গিয়েছিলাম প্রয়াগরাজের খেবরাজপুরে কি ঘটেছে তার সবটা জানিয়েছি। সেদিনই ওরা কেস ডায়েরি নং দিয়েছিলন। আজ অফিসিয়ালি কেস রেজিস্টার হল। আমরা খুশি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, তিনি আমাদের পাঠিয়েছিলেন তাই অভিযোগ নিতে ওরা বাধ্য হলেন। এই ঘটনায় উত্তরপ্রদেশের মানুষ খেবরাজপুরের মানুষ, গঙ্গাপারের মানুষ সুবিচার পাবে বলে আশা রাখি।

Latest article