ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানা (Tahawwur Rana)। গভীর রাতে এনআইএ স্পেশ্যাল কোর্টের নির্দেশে রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজত দেওয়া হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
বৃহস্পতিবার আমেরিকার বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে আসার পরি রানাকে পাতিয়ালা হাউসকোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। ছিল কড়া নিরাপত্তা। এবার আপাতত ১৮ দিন এনআইএ রানাকে জিজ্ঞাবাদ চালাবে। ২০০৮ সালে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড রানাকে সিজিও কম্প্লেক্সে ‘অ্যান্টি টেরর এজেন্সি’র হেড অফিসে কড়া নিরাপত্তা বেষ্টনীতে রাখা হবে। এনআইএ-র আইজি, ডেপুটি ইনসপেক্টর সহ পদস্থ একাধিক দাপুটে কর্তারা তাকে জেরা করবেন।
আরও পড়ুন- নিউইয়র্ক ঘুরতে এসে ভয়াবহ কপ্টার দুর্ঘটনার কবলে! মৃত ৬
২০০৯ সালেই সে ধরা পড়েছিল মার্কিন গোয়েন্দাদের হাতে। রানা (Tahawwur Rana) আমেরিকার হাতে আসার ১৬ বছর পর তাকে ভারতের হাতে তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ বিচারক চন্দরজিৎ সিংয়ের এজলাসে শুরু হয় শুনানি। সেখানে রানাকে ২০ দিনের জন্য এনআইএ হেফাজতে চাইলে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতকে জানায়, মুম্বই হামলায় বৃহত্তর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে রানাকে জেরা করাটা জরুরি। আদালত জানতে চায়, অভিযুক্তের কোনও আইনজীবী রয়েছে কি না? রানার কোনও আইনজীবী নেই জানতে পেরে বিচারক দিল্লির লিগাল সার্ভিস থেকে আইনজীবী পীযূষ সচদেবাকে তার হয়ে সওয়ালের জন্য নিয়োগ করেন।