প্রতিবেদন : বুধবার সন্ধ্যায় আরজি করের নির্যাতিতার বাবা – মায়ের কাছে “ডেথ সার্টিফিকেট” পৌঁছে দিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। আর এদিনই বিধানসভায় স্বাস্থ্য বাজেট আলোচনায় অংশ নিয়ে ফের আরজি কর প্রসঙ্গ তুলে ন্যায় বিচারের দাবিতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আরজি করের মেয়েটি বিচার পাক, তা আমরাও চাই। কিন্তু যাঁরা মহারাষ্ট্র বা অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করেন তাঁদের বলব, বাংলাকে অসম্মান করে অন্য রাজ্যকে সম্মান জানানো যায় না। রাজ্য সরকারের সমালোচনায় সুর চড়ানোর পাশাপাশি অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনাও টানা হয়েছে অনবরত। এ বার তারই প্রেক্ষিতে বিরোধীদের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে ডেথ সার্টিফিকেট দেওয়ার তোড়জোর শুরু করেছিল প্রশাসন।
আরও পড়ুন: যোগ্য জবাব দিতে তৈরি বাংলা : মুখ্যমন্ত্রী