প্রয়াত গৌতম-পত্নী নীলাঞ্জনা, শোকাহত মুখ্যমন্ত্রীর

Must read

না ফেরার দেশে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ (Nilanjana Ghosh)। শনিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচালকের পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে গৌতম-জায়া অসুস্থ বোধ করায় তাঁকে ঢাকুরিয়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। ছেলে ঈশান ঘোষ কর্মসূত্রে বাইরে ছিলেন। মেয়ে আনন্দী ঘোষ খবর পেয়েই হাসপাতালে ছুটে যান। তবে সেই শেষরক্ষা হয়নি। ভোররাতে নীলাঞ্জনা প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।

আরও পড়ুন- মানুষের ভোটাধিকার লুট করতে চায় বিজেপি : রাজীব

সামাজিক মাধ্যমে গৌতম ঘোষের সহধর্মিনীর মৃত্যু সংবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচালকের পরিবার মুখ্যমন্ত্রীর কাছে আত্মীয়সম। স্বজন বিয়োগের কষ্টের উল্লেখ করে রাজ্যের প্রশাসনিক প্রধান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের (nilanjana ghosh) মৃত্যুতে আমি শোকবিহ্বল। আমার বউদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি। তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা-শিল্পের কাজ ছিল খুব সুন্দর। সেসব কথা মনে পড়ছে আজ। গৌতমদাকে শান্ত্বনা জানানোর কোনও ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বউদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।’

Latest article