বাঘিনীর ওপর হামলা গ্রামবাসীদের! নষ্ট দুটি চোখই, গ্রেফতার ৯

Must read

রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal tigress) ওপর হামলা। দুটি চোখই নষ্ট হয়ে গেল বাঘিনীর। ঘটনাটি ঘটেছে অসমের নগাঁওয়ে। চোট রয়েছে বাঘিনীর শরীরের একাধিক জায়গায়। গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন দফতর।

কামাখ্যার সংরক্ষিত অরণ্য থেকে বেরিয়ে পরে বছর তিনেকের বাঘিনী (Royal Bengal tigress)। ঢুকে পড়ে লোকালয়ে। লোকালয়ে বাঘ ঘুরতে দেখেই গ্রামবাসীরা হামলা চালায়। ইট, পাথর, লাঠি নিয়ে তার ওপর চড়াও হয় স্থানীয়রা। গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে জলে ঝাঁপ মারে বাঘিনী। খবর পেয়ে ১৭ ঘণ্টা পর আহত বাঘটিকে বন দফতরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায়। বৃহস্পতিবার আহত বাঘটিকে চিকিৎসার জন্য কাজিরাঙার সেন্টার ফর ওয়াইল্ডলাইফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড কনজারভেশন-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তার দুটি চোখই নষ্ট হয়ে গিয়েছে। বাঘিনীর মাথা এবং শরীরের অভ্যন্তরীণ অংশে রয়েছে আঘাতের চিহ্ন।

আরও পড়ুন- গরিবের বোঝা কমবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এলে: কেন্দ্রকে RBI গভর্নর, এনডিএ-কে তুলোধনা তৃণমূলেরও

রেঞ্জার বিভূতি মজুমদার জানিয়েছেন, গত জুলাই মাসের পর থেকে লোকালয়ে বাঘেদের আনাগোনা বেড়ে গিয়েছে। কিন্তু বুধবার যে বাঘিনীটির উপর হামলা হয়েছে, সেটি কোনও গ্রামবাসী কিংবা গবাদি পশুর ওপর আক্রমণও করেনি বলে জানিয়েছেন। তারপরেও বাঘিনীর ওপর হামলা হয়েছে। এর জেরে বন দফতর গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Latest article