বঙ্গ

রাজ্যে নিপা ভাইরাস, মোকাবিলায় তৎপর নবান্ন

বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি মিলেছে বলে নবান্ন সূত্রে খবর। গত রাতেই তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। খবর পাওয়ার পর সোমবার সকালে রাজ্য সরকারের বিশেষ টিম বারাসত পৌঁছয়। গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পর্যবেক্ষণ করছেন বলে প্রশাসন সূত্রে দাবি।

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানান, দু’জন আক্রান্তই সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় গিয়েছিলেন। তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের বাড়িতেই কোয়ারান্টিনে রাখা হয়েছে। কন্ট্যাক্ট ট্রেসিং-এর কাজ শুরু হয়েছে এবং দ্রুত সংক্রমণের উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে।

স্বাস্থ্যসচিব এন এস নিগম জানান, আক্রান্ত দু’জন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই রাজ্যজুড়ে নিপা সংক্রান্ত এসওপি কার্যকর করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের পরিকাঠামো নিপা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি মেডিকেল কলেজেই নিপা ভাইরাস (Nipah Virus) পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং পর্যাপ্ত ল্যাব সুবিধা উপলব্ধ।

আরও পড়ুন-ভুল পদ্ধতিতে এসআইআর, জবাব তলব সুপ্রিম কোর্টে

নিপা ভাইরাস সাধারণত বাদুড় থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সে কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বাদুড় খাওয়া ফল বা খোলা খাবার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় হেল্পলাইনও চালু করা হয়েছে। নাগরিকরা প্রয়োজনে ০৩৩-২৩৩৩-০১৮০ এবং ৯৮৭৪৭০৮৮৫৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, রাজ্যে সাম্প্রতিক বছরগুলিতে নিপা সংক্রমণের ঘটনা না ঘটলেও আগাম সতর্কতায় কোনও ফাঁক রাখা হচ্ছে না। দ্রুত উৎস শনাক্ত ও সংক্রমণ রুখতেই সর্বোচ্চ সতর্কতায় কাজ শুরু করেছে নবান্ন।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

5 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

30 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago