সংবাদদাতা, মালদহ : পরিচ্ছন্ন পরিবেশ গড়তে তৎপর রাজ্য সরকার। এ জন্য রয়েছে মিশন নির্মল বাংলা প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্নতার কাজ এগোচ্ছে দ্রুতগতিতে। পুরপ্রশাসক নিয়ে জেলায় জেলায় চলছে বৈঠক। উত্তরবঙ্গের তিনটি জেলার ৯টি পুরসভার প্রশাসকদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হল মালদহে। বৈঠকে মিশন নির্মল বাংলা ও বাংলা আবাস যোজনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইংরেজবাজার পুরসভার প্রশাসক সুমালা আগরওয়ালা জানান, মিশন নির্মল বাংলা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আশা করি এই বৈঠকের পর সমস্যা মিটবে। উপস্থিত ছিলেন রাজ্য পুর উন্নয়ন বোর্ডের পরিচালক সুপ্রিয় ঘোষাল, সহ-প্রশাসক চৈতালি সরকার ও ৯টি পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য এবং আধিকারিকরা।
আরও পড়ুন-ডেঙ্গি রুখতে তৈরি শিলিগুড়ি