নিশীথ প্রামাণিক কি বাংলাদেশি? নিপুনের চিঠি উদ্ধৃত করে বিস্ফোরক টুইট ব্রাত্য বসুর

Must read

দেশের স্বরাষ্ট্র দফতর বলে কথা! যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের “সেকেন্ড ইন কমান্ড” অমিত শাহ। তাঁর ডেপুটি কি-না বাংলাদেশি? তাঁর বিরুদ্ধে আবার একাধিক ক্রিমিনাল অফেন্স! সত্য সেলুকাস, কী বিচিত্র…! ভারতের খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব প্রশ্নের মুখে। কোচবিহারের বিজেপি সাংসদ নাকি আদৌ ভারতীয় নন। তিনি একজন বাংলাদেশি। তথ্য-প্রমাণ সহ এমনই চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। নিশীথকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রিপুন বরা। সেই একই অভিযোগ তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসুও।

এদিন মোদিকে লেখা রিপুন বরার সেই বিস্ফোরক চিঠি টুইটারে পোস্ট করেন ব্রাত্য বসু। একইসঙ্গে টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “রাজ্যসভার সাংসদ রিপুণ বোরা একেবারে সঠিক প্রশ্ন তুলেছেন। বহু সংবাদমাধ্যমে দেখানো হয়েছে নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক। এই ধরনের লোককে মন্ত্রী করার আগে কি কোনও কিছুই খতিয়ে দেখার প্রয়োজন বোধ করলেন না কেউ? মনে রাখা দরকার, এই নিশীথের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধমূলক ফৌজদারি মামলা চলছে। যা খুবই লজ্জার!” এর পরই তিনি রিপুন বরার চিঠি শেয়ার করেন ব্রাত্য।

আরও পড়ুন-তামিলনাড়ুতে ২১ জুলাইয়ের আগে ‘’মমতা আম্মা’’-র নামে দেওয়াল লিখন

প্রধানমন্ত্রীকে লেখা অসম প্রদেশ কংগ্রেস সভাপতির এই চিঠিতে খুবই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। যে দফতরের উপর দেশের সুরক্ষা-নিরাপত্তা বর্তায়, সেই দফতরের প্রতিমন্ত্রীর নাগরিকত্ব শুধু নয়, তাঁর অপরাধমূলক কাজকর্মের তথ্য তুলে ধরা হয়েছে। যা যথেষ্ট উদ্বেগের।

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন বরা কী লিখছেন তাঁর চিঠিতে? চিঠিতে তিনি লিখেছেন,
“একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে এই চিঠি। নিশীথ প্রামাণিক যিনি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন তাঁর জন্মস্থান এবং নাগরিকত্ব বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি ‘বারাক বাংলা’, ‘রিপাবলিক টিভি ত্রিপুরা’ এবং ডিজিটাল নিউজ ‘ইন্ডিয়া টুডে’, ‘বিজনেস স্ট্যান্ডার্ড’- এসব জায়গায় নিশীথপ্রামাণিক বাংলাদেশের নাগরিক বলে খবর প্রচারিত হয়। সেখানে তাঁর জন্মস্থান বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুর বলে উল্লেখ করা হয়েছে। তিনি কম্পিউটার শিক্ষার জন্য ভারতে আসেন এবং প্রথমে তৃণমূল কংগ্রেস ও পরে বিজেপিতে যোগদান করেন। কোচবিহার থেকে সাংসদ নির্বাচিত হন।

ওই সংবাদ মাধ্যমগুলির খবর অনুযায়ী, নিশীথ প্রামাণিক তাঁর নির্বাচনী নথিতে কোচবিহারের ঠিকানা কারচুপি করে বসিয়েছেন। শুধু তাই নয়, নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পরে তাঁর দাদা এবং অন্যান্য গ্রামবাসীরা বাংলাদেশে তাঁদের গ্রামে উৎসব পালন করেছেন বলেও সে খবরে উল্লেখ করা হয়েছে।
যদি এটা সত্যি হয়, তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একজন বিদেশী নাগরিক এদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন।
এই কারণে আমি আপনার কাছে আবেদন করছি নিশীথ প্রামাণিকের সঠিক জন্মস্থান এবং নাগরিকত্ব সম্পর্কে তদন্তের নির্দেশ দিন, যাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে যে বিভ্রান্তি দেশজুড়ে তৈরি হয়েছে তা স্পষ্ট হয়।”

আরও পড়ুন-গান্ধী পরিবার নয়, জাতীয় রাজনীতির বিরোধী মুখ একমাত্র মমতা

রিপুণ বরার অভিযোগ, নিশীথ যে নথি দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করেছেন, সেই নথি আসলে জাল। পরীক্ষা করলে দেখা যাবে ভারতের নাগরিক হওয়ার জন্য নিশীথ প্রামাণিকের তৈরি সমস্ত ডকুমেন্ট ভুয়ো। এই নথি বানাতে জালিয়াতি করা হয়েছে।

কেন্দ্রের মোদি সরকারের সদ্য পরিবর্তিত ক্যাবিনেটে সর্বকনিষ্ঠ মন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। অথচ, এই নিশীথের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ। কোচবিহারের বিজেপি সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। তিনি মাধ্যমিক পাশ নাকি BCA উত্তীর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Latest article