আর জি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। মামলা চলছে সুপ্রিম কোর্টে। অথচ ঘোলাজলে রাজনীতি করছে রাজ্যে অশান্তি তৈরি ছক করছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। সোমবার, কোচবিহারে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জেলাশাসকের দফতর ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। আর সেখানেই পুলিশের উপর আক্রমণের পাশাপাশি জেলাশাসকের অফিস লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। ঘটনায় নেতৃত্ব দিয়ে গ্রেফতার হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।
আর জি কর কাণ্ড নিয়ে বিচারের দাবিতে উত্তাল বাংলা। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে সোমবার রাজ্যজুড়ে জেলাশাসকের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। কোচবিহারের নিশীথ প্রামাণিকের নেতৃত্বে মিছিল মাঝপথে আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসায় জড়ান নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠি চালায় পুলিশ। পালটা ইটবৃষ্টি শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। নিশীথ-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- শিশুদের যৌন নির্যাতনে শীর্ষে ৩ বিজেপি রাজ্যই!
কোচবিহারের পাশাপাশি আলিপুর দুয়ার-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি ঘরে অশান্তির মিলেছে। তবে, রাজনৈতিক মহলের প্রশ্ন, যেখানে তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে সেখানে রাজ্যের জেলাশাসকদের দফতরের হামলার কারণ কী!
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…