বিশ্বাসঘাতকতার জবাব দিনহাটায়

Must read

অনুপম সাহা, দিনহাটা : কেন্দ্রের মন্ত্রী হওয়ার লোভে বিধানসভা ভোটে জিতেও দিনহাটাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন নিশীথ প্রামাণিক। তার সমুচিত জবাব পেলেন উপনির্বাচনে। তাঁর নিজের বুথেই বিজেপি প্রার্থী হেরেছেন ২৭৫ ভোটে। দিনহাটা বিধানসভা উপনির্বাচনে সবমিলিয়ে ১ লক্ষ ৬৪ হাজার ৮৮ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। এদিন ১৯ রাউন্ড গণনা শেষে দেখা যায়, উদয়ন ১ লক্ষ ৮৯ হাজার ৫৭৫ ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন ২৫ হাজার ৪৮৬ ভোট এবং বাম প্রার্থী আব্দুর রউফ ৬ হাজার ২৯০ ভোট। জয়ের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বলেন, দেড় লক্ষ ভোটে জিতব বলে আশা করেছিলাম। সেটাও ছাপিয়ে গিয়েছে! এদিন গণনা শেষে দেখা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেই ২৭৫ ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী অশোক। দিনহাটা ভেটাগুড়ি চৌপথী উচ্চবিদ্যালয়ের ৭/২৩৪ নম্বর বুথের গণনায় দেখা যায় এই বুথে ভোট পড়েছে ৪৯২টি। অশোক পেয়েছেন ৯৫টি, আর উদয়ন পেয়েছেন ৩৬০। অশোক হেরেছেন তাঁর নিজের বুথেও। ফলাফল দেখে দিনহাটা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম রায় বলেন, এই পরাজয়ের দায় নিয়ে এই কেন্দ্রের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগ করা উচিত। উল্লেখ্য, ৩০ অক্টোবর ভোটের দিন নিশীথের বুথে বিজেপি কোনও এজেন্টও দিতে পারেনি!

Latest article