সংবাদদাতা, কোচবিহার : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম আবাস যোজনার তালিকায় রয়েছে বলে অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের (Nisith Pramanik- Rabindranath Ghosh)। আবাস যোজনার নামের তালিকায় রয়েছে— জেলা কোচবিহার, ক্রমিক নম্বর ১১৯৮৭৭, দিনহাটা ১ ব্লক, ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েত, গ্রাম- খারিজা বালাডাঙা, উপভোক্তার আইডি ১২০০৫৪৫৫৭, নাম বিধুভূষণ প্রামাণিক, তাঁর বাবার নাম মনোহর প্রামাণিক। ইতিমধ্যেই সরব হয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Nisith Pramanik- Rabindranath Ghosh) বলেন, আবাস যোজনার ঘর নিয়ে বিজেপি নেতারা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ তুলছেন। কিন্তু এখন খবর নিয়ে দেখছি ভেটাগুড়ি বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের নাম সরকারি তালিকায় রয়েছে। বিজেপির একজন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী যাঁর তিনতলা বিলাসবহুল বাড়ি রয়েছে। সেই বাড়ির মূল্য কয়েক কোটি টাকা। সেই মন্ত্রীর বাবা বিধুভূষণ প্রামাণিক, তাঁর নামও এই আবাস যোজনার সরকারি ঘরের তালিকায় রয়েছে। বিজেপি বন্ধুদের বলতে চাই এবার কী বলবেন? ২০১৮ সালে তিনি তখন মন্ত্রী ছিলেন না কিন্তু তাঁর অবস্থা খারাপ ছিল না। তাঁর জমিজমা রয়েছে। আমি বলব, এবারে বিজেপি নেতা-কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে ধরনা দিক।