আজ দিনহাটায় ঘেরাও নিশীথের বাড়ি

কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যভাগের চক্রান্ত ইত্যাদি অভিযোগ তো ছিলই, তার সঙ্গে নিরপরাধ মানুষজনের ওপর বিএসএফের অত্যাচার, এমনকী খুনও রয়েছে

Must read

সংবাদদাতা, কোচবিহার : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিনহাটার বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে শনিবার তৃণমূল কংগ্রেসে সাজ-সাজ রব। আর তা নিয়ে গণ্ডগোল এড়াতে ভেটাগুড়িতে বাড়ানো হল পুলিশি নিরাপত্তা। রবিবার বেলা ১০টা থেকে ঘেরাওয়ের কথা। এই উপলক্ষে ভেটাগুড়ি চৌপথিতে সভামঞ্চ করা হয়েছে। সেখানে বক্তা হিসাবে থাকবেন তৃণমূল নেতৃত্ব। দিনভর অবস্থান-বিক্ষোভে অংশ নিতে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়কে এবং ভেটাগুড়ি স্টেশন রোডে মঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন-কার্লের জোড়া গোলে প্লে-অফে বাগান

কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যভাগের চক্রান্ত ইত্যাদি অভিযোগ তো ছিলই, তার সঙ্গে নিরপরাধ মানুষজনের ওপর বিএসএফের অত্যাচার, এমনকী খুনও রয়েছে। বিজেপি সাংসদ-বিধায়কদের জেতার পর টিকিও দেখা যায় না। বিএসএফের অত্যাচারে নিরীহ মানুষ খুন হলেও তাঁরা নীরব থাকেন। সেজন্যই বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। দিনহাটা-১ ব্লক তৃণমূল সভাপতি অনন্ত বর্মন বলেন, ঘেরাও কর্মসূচি চলবে বেলা ১০টা থেকে সন্ধে ৬টা। কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রমুখ থাকবেন।

আরও পড়ুন-কেরলে কুস্তি, ত্রিপুরা-বাংলায় দোস্তি

অভিজিৎ বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভেটাগুড়ির বাড়ি কাম অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। ২৫ হাজারেরও বেশি কর্মী-সমর্থক সুশৃঙ্খলভাবে যোগ দেবেন। প্রেমকুমার বর্মনকে নৃশংসভাবে খুন করে বিএসএফ, তার প্রতিবাদ জানাতে ও দোষীদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি।

Latest article