নীতেশ, সুমিতের সোনা, পঞ্চম দিনে দুটি রূপোও

নিতেশকে নিয়ে শুরু থেকেই সোনার প্রত্যাশা ছিল। এসএল থ্রি বিভাগে তিনিই ছিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। আগাগোড়া দুর্দান্ত খেলে ফাইনালেও উঠেছিলেন।

Must read

প্যারিস, ২ সেপ্টেম্বর : প্যারিস প্যারালিম্পিকে ভারতকে দ্বিতীয় সোনা উপহার দিলেন নীতেশ কুমার। সোমবার পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল থ্রি ইভেন্টে সোনা জিতলেন তিনি। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গ্রেট ব্রিটেনের ড্যনিয়েল বেথেলকে হারিয়ে সোনা জেতেন নীতেশ। তিন গেমের লড়াই ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ফলে জিতে নেন ভারতীয় প্যারা শাটলার। এদিন ভারতের দ্বিতীয় সোনা জিতেছেন জ্যাভলিনে সুমিত আন্টিল। এর ফলে মোট তিনটি সোনা হল এযাবৎ।

আরও পড়ুন-টিএমসিপি থেকে সাসপেন্ড করা হল ডাঃ অভীক দে-কে

নিতেশকে নিয়ে শুরু থেকেই সোনার প্রত্যাশা ছিল। এসএল থ্রি বিভাগে তিনিই ছিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। আগাগোড়া দুর্দান্ত খেলে ফাইনালেও উঠেছিলেন। এদিনও প্রথম গেম সহজেই জিতে নেন নীতেশ। যদিও দ্বিতীয় গেম জিতে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন বেথেল। কিন্তু নির্নায়ক তৃতীয় গেমে হাড্ডাহাড্ডা লড়াইয়ের পর শেষ হাসি হাসেন নীতেশই। এদিন ব্যাডমিন্টন থেকে আরও দুটো পদক এসেছে ভারতের ঝুলিতে। মেয়েদের এসইউ ফাইভ বিভাগে রুপো পেয়েছেন তুলসীমতী মুরুগেসান। এদিন ফাইনালে তিনি ১৭-২১, ১০-২১ সরাসরি গেমে হেরে গিয়েছেন চিনা প্যারা শাটলার ঝিয়া কুই ইয়ংয়ের কাছে। অন্যদিকে, এই ইভেন্টেই ব্রোঞ্জ পেয়েছেন আরেক ভারতীয় প্যারা শাটলার মনীষা রামদাস। তিনি ২১-১২, ২১-৮ গেমে হারিয়েছেন ডেনমার্কের ক্যাথরিন রোজেনগ্রেনকে। এদিকে, দিনের প্রথম পদকটি ভারত পেয়েছিল ডিসকাস থেকে। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ ৫৬ বিভাগে রুপো জেতেন যোগেশ কাঠুরিয়া। প্রসঙ্গত, টোকিও প্যারালিম্পিকেও এই ইভেন্টে রুপো জিতেছিলেন যোগেশ। এবার প্যারিসেও সেই ফর্ম অক্ষুণ্ণ রাখলেন। ফাইনাল রাউন্ডে প্রথম প্রচেষ্টাতেই ৪২.২২ মিটার দূরত্ব অতিক্রম কের রুপো নিশ্চিত করে ফেলেছিলেন যোগেশ। এই বিভাগে সোনা জিতেছেন ব্রাজিলের ক্লাউদিনি বাতিস্তা। তিনি ৪৬.৮৬ মিটার দূরত্ব অতিক্রম করেন। ব্রোঞ্জ পেয়েছেন গ্রিসের কনস্টান্টিনোস জুনিস। তিনি ছুঁড়েছেন ৪১.৩২ মিটার।

Latest article