নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক বয়স তো হল, আর কেন? বয়সের কথা মনে করিয়ে দিয়ে এবারে মোদিকে সরাসরি খোঁচা দিলেন তাঁরই মন্ত্রিসভার প্রবীণ সদস্য নীতিন গড়করি (Nitin Gadkari)। প্রধানমন্ত্রী মোদিকে তাঁর বয়স মনে করিয়ে দিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন অবসরের প্রয়োজনীয়তার।
গত সেপ্টেম্বর মাসে ৭৫ পূর্ণ করেছেন মোদি। এদিন এক অনুষ্ঠানে যোগ দিয়ে গড়করি (Nitin Gadkari) বলেন, প্রবীণদের উচিত জায়গা ছেড়ে দিয়ে নতুনদের সুয়োগ করে দেওয়া। এই সময় অবসরের আদর্শ সময়। তাঁর বক্তব্যে মোদির অবসরের জল্পনা আরও একবার কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি উসকে দিলেন মনে করছেন রাজনৈতিক মহল। কিছুদিন আগেই সংঘপ্রধানের পরে নীতিনের মুখে মোদির বয়স নিয়ে খোলাখুলি মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল।
আরও পড়ুন-জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান
নাগপুরে এক শিল্প উৎসবে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন অ্যাসোসিয়েশন ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এই অনুষ্ঠানে যোগ দিয়ে গড়করির স্পষ্ট বক্তব্য, নতুন প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তর করা উচিত। যখন একটি ব্যবস্থা সুচারুভাবে চলে তখন সেটাই অবসরের জন্য আদর্শ সময়। কিছুদিন আগে সংঘপ্রধান প্রধানমন্ত্রী মোদিকে অবসরের বার্তা দিয়েছেন। এবার তাঁর সুরে সওয়াল করলেন গড়করি। মোদির অবসর প্রসঙ্গে সংঘপ্রধান বলেছিলেন, বয়স ৭৫ হলে থেমে যাওয়া উচিত। সংঘ ও বিজেপির অলিখিত এই নিয়ম মেনেই একটা সময় অবসরে পাঠানো হয়েছিল, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিংদের। তাঁদের ‘মার্গদর্শক মণ্ডলী’তে পাঠানোর মূল কারিগর ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। কিন্তু মোদির ক্ষেত্রে তেমনটা হয়নি কেন? প্রশ্ন রাজনৈতিক মহলে।

