সংবাদদাতা, মালদহ : দুয়ারে প্রশাসনে হল একাধিক সমস্যার সমাধান। দায়িত্ব নিয়েই জেলার প্রতিটি কোনায় পৌঁছে গিয়েছেন জেলাশাসক নিতীন সিঙ্ঘানিয়া (Nitin Singhania)। করেছেন একাধিক সমস্যার সমাধান। শনিবার রতুয়া ২ নং ব্লকের মহানন্দপুর উচ্চ বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। এদিনের দুয়ারে প্রশাসন শিবিরে এলাকার মানুষজন বিভিন্ন দাবি জানান। সেই দাবিগুলি শোনেন জেলাশাসক (Nitin Singhania)। তখনই সমাধান করেন। যে কাজগুলি বাকি রয়েছে সেগুলিও দ্রুত শেষ করা হবে বলে জানান তিনি। মিড ডে মিল নিয়ে অভিযোগ ওঠায় এক শিক্ষককে শোকজ করার নির্দেশও দেন তিনি। প্রতিবন্ধী শংসাপত্র যেগুলি দেওয়া বাকি রয়েছে সেগুলিও কয়েকদিনের মধ্যেই দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিন দুয়ারে প্রশাসন শিবিরে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। উপস্থিত সকলের দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান জেলাশাসক। পাশাপাশি এদিন পিরগঞ্জ এলাকার মহানন্দা নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি। স্থানীয়রা সেখানে সেতু নির্মাণের দাবি জানান। সেই দাবি পূরণে প্রতিশ্রুতি দেন জেলাশাসক।