শৈলেন্দ্র কুমার, নয়াদিল্লি : এনডিএ–র শরিক হয়েও কেন্দ্রের মোদি সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুন : যুব মোর্চায় বঞ্চিত বাংলা, গেরুয়া শিবিরে ক্ষোভ
জাতিভিত্তিক শুমারির দাবিতে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ ১১টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৈঠকের পরে নীতীশ কুমার জানিয়েছেন, ‘‘সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদি।’’ প্রধানমন্ত্রী তাঁদের কথা শুনেছেন বলেও জানিয়েছেন নীতীশ। জাতিভিত্তিক শুমারির দাবিতে মোদির সঙ্গে বৈঠকে নীতীশ কুমার ও তেজস্বী যাদব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি, বিহারের শিক্ষামন্ত্রী বিজয়কুমার চৌধুরি এবং বাম দলগুলোর প্রতিনিধি-সহ ১১টি দলের প্রতিনিধিরা। তেজস্বী যাদব বলেছেন, ‘‘দেশের স্বার্থেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে। এতে সমস্ত গরিব মানুষ উপকৃত হবেন।’’ তিনি আরও বলেছেন, ‘‘যদি পশু ও গাছ সুমারি হতে পারে, তাহলে জাত গণনা হবে না কেন? এই দাবি কেন্দ্রকে মানতেই হবে৷’’