আবার কি ডিগবাজির পথে পালটুরাম নীতীশ?

কিন্তু একদম শেষ মুহূর্তে তিনি তাঁর কর্মসূচি পরিবর্তন করেন এবং দিল্লিতে আসার পরিকল্পনা বাতিল করেন বলে জানা গিয়েছে৷

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: আবার কি রাজনৈতিক ডিগবাজি খেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? যাবতীয় সম্ভাবনা মাথায় রেখেই প্রবল চিন্তায় পড়েছে বিজেপির শীর্ষস্তর, নয়াদিল্লিতে এমনই জল্পনা৷ দিনকয়েক আগেই দিল্লিতে এনডিএ-র শরিক দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, জেডিএস নেতা কুমারস্বামী-সহ এনডিএ-র শরিক দলগুলির শীর্ষ নেতারাও এই বৈঠকে যোগদান করেছিলেন৷

আরও পড়ুন-উত্তরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা চা আর পর্যটন শিল্পের

বিজেপি সূত্রের দাবি, এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল নীতীশ কুমারেরও৷ কিন্তু একদম শেষ মুহূর্তে তিনি তাঁর কর্মসূচি পরিবর্তন করেন এবং দিল্লিতে আসার পরিকল্পনা বাতিল করেন বলে জানা গিয়েছে৷ তাঁর পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে এনডিএ বৈঠকে যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্ষীয়ান জেডিইউ নেতা রাজীব রঞ্জন (লালন) সিং৷ নীতীশের এই শেষ মুহূর্তের না আসাকে আদৌ ভাল চোখে দেখছে না বিজেপি, দাবি এনডিএ সূত্রে৷ বিজেপিরই একটা বড় অংশ এখন এই আশঙ্কাও করছে যে বিহার বিধানসভা নির্বাচনের আগে জল মেপে প্রয়োজনে আবার ডিগবাজি খেয়ে বিরোধী শিবিরে ঢুকে পড়তে পারেন নীতীশ কুমার৷ বিহারের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ট্র্যাক-রেকর্ডের পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা অমূলক মনে করছেন না বিজেপি নেতারা। আসলে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ নীতীশ কুমারকে প্রবল চাপে রেখেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের সূত্রে দাবি করা হচ্ছে৷ মহারাষ্ট্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যেভাবে বিক্ষুদ্ধ শিবসেনা নেতা এবং গত আড়াই বছরের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তা তাঁর ক্ষেত্রেও হতে পারে বলে আশঙ্কায় ভুগতে শুরু করেছেন নীতীশ৷ এই আশঙ্কা থেকেই কি ফের ডিগবাজি দিতে পারেন সর্বভারতীয় রাজনৈতিক বৃত্তে ‘পালটুরাম’ হিসেবে পরিচিত বিহারের মুখ্যমন্ত্রী? জল্পনা রাজনৈতিক মহলে।

Latest article