সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: আবার কি রাজনৈতিক ডিগবাজি খেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? যাবতীয় সম্ভাবনা মাথায় রেখেই প্রবল চিন্তায় পড়েছে বিজেপির শীর্ষস্তর, নয়াদিল্লিতে এমনই জল্পনা৷ দিনকয়েক আগেই দিল্লিতে এনডিএ-র শরিক দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, জেডিএস নেতা কুমারস্বামী-সহ এনডিএ-র শরিক দলগুলির শীর্ষ নেতারাও এই বৈঠকে যোগদান করেছিলেন৷
আরও পড়ুন-উত্তরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা চা আর পর্যটন শিল্পের
বিজেপি সূত্রের দাবি, এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল নীতীশ কুমারেরও৷ কিন্তু একদম শেষ মুহূর্তে তিনি তাঁর কর্মসূচি পরিবর্তন করেন এবং দিল্লিতে আসার পরিকল্পনা বাতিল করেন বলে জানা গিয়েছে৷ তাঁর পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে এনডিএ বৈঠকে যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্ষীয়ান জেডিইউ নেতা রাজীব রঞ্জন (লালন) সিং৷ নীতীশের এই শেষ মুহূর্তের না আসাকে আদৌ ভাল চোখে দেখছে না বিজেপি, দাবি এনডিএ সূত্রে৷ বিজেপিরই একটা বড় অংশ এখন এই আশঙ্কাও করছে যে বিহার বিধানসভা নির্বাচনের আগে জল মেপে প্রয়োজনে আবার ডিগবাজি খেয়ে বিরোধী শিবিরে ঢুকে পড়তে পারেন নীতীশ কুমার৷ বিহারের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ট্র্যাক-রেকর্ডের পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা অমূলক মনে করছেন না বিজেপি নেতারা। আসলে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ নীতীশ কুমারকে প্রবল চাপে রেখেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের সূত্রে দাবি করা হচ্ছে৷ মহারাষ্ট্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যেভাবে বিক্ষুদ্ধ শিবসেনা নেতা এবং গত আড়াই বছরের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তা তাঁর ক্ষেত্রেও হতে পারে বলে আশঙ্কায় ভুগতে শুরু করেছেন নীতীশ৷ এই আশঙ্কা থেকেই কি ফের ডিগবাজি দিতে পারেন সর্বভারতীয় রাজনৈতিক বৃত্তে ‘পালটুরাম’ হিসেবে পরিচিত বিহারের মুখ্যমন্ত্রী? জল্পনা রাজনৈতিক মহলে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…