অ্যাসিড কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত ৩, রাজস্থানে অসুস্থ আরও ৪৫

Must read

রাজস্থানের (Rajasthan) বেওয়ারে অ্যাসিড কারখানার গ্যাস লিক। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হল মালিকের। কারখানার গুদামে দাঁড় ট্যাঙ্কার থেকেই নাইট্রোজেন গ্যাস লিক করে বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ৪৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- ঝাড়খণ্ডে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২ লোকো পাইলট, আহত একাধিক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ‘সুনীল ট্রেডিং কোম্পানি’র গুদামে সোমবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বাতাসে বিষাক্ত গ্যাস মিশে যাওয়ায় এলাকার একাধিক পোষ্য ও পথকুকুরদের মৃত্যু হয়েছে। কারখানার মালিক সুনীল সিং নিজে সারা রাত ধরে গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। ভোররাতে তাঁকে আজমেরের এক হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হয়নি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Latest article