প্রতিবেদন : হকারদের ওপর আরপিএফের সীমাহীন অত্যাচার চলছে। দক্ষিণের পাশাপাশি উত্তরের এনজেপি স্টেশনেও একই অত্যাচারের দৃশ্য। প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে আইএনটিটিইউসি। হাওড়া স্টেশনের পর শিয়ালদহে হল অভিযান। এবার একইভাবে এনজেপি স্টেশনেও অভিযান করবে আইএনটিটিইউসি। এটা করতে আমরা বাধ্য। এই জুলুমবাজির কড়া জবাব না দিয়ে উপায় নেই। এমন পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হচ্ছে রেল হচ্ছে প্রভু আর হকাররা ক্রীতদাস! হকার-বন্ধুরা এই অত্যাচারের জবাব দেবেন। শুক্রবার শিয়ালদহে আইএনটিটিইউসির ডিআরএম অফিস অভিযান কর্মসূচিতে এভাবেই আন্দোলনরে সুর বেঁধে দিলেন সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্যসভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata banerjee)। এদিনের অভিযান মঞ্চে দাঁড়িয়ে ঋতব্রত (Ritabrata banerjee) বলেন, উত্তরের কর্মসূচি সেরে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে ফেরার সময় এনজেপি স্টেশনেও হকারদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচির কথা হয়ে গিয়েছে। এদিন সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা সমতলের আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে। কেন্দ্রের একের পর এক বঞ্চনা, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে এদিন ঋতব্রত আরও বলেন, দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া কেন্দ্র সরকারের বিরুদ্ধে বাংলার মানুষকে একসঙ্গে প্রতিবাদে নামতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তথা উত্তর কলকাতার আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদ্দার, বিধায়ক সোমনাথ শ্যাম প্রমুখ। তাঁরাও একইভাবে হকারদের ওপর আরপিএফের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন।
আরও পড়ুন- বইমেলায় স্টল নয় পরিষদের, জানাল আদালত