প্রতিবেদন : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের যেসব ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্র দেওয়া হয় সেগুলিতে আধার নম্বর দেওয়া যাবে না। এই মর্মে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC- Aadhaar)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাম্প্রতিক এক বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জানানো হয়েছে, আধার নম্বর প্রকাশ্যে থাকলে সংশ্লিষ্ট পড়ুয়ার সুরক্ষা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া, ভর্তির সময় ব্যবহৃত নথিগুলি যাচাই করতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। এবার তাতেও নিষেধাজ্ঞা জারি করল ইউজিসি (UGC- Aadhaar)। ইউজিসি সচিব মণীশ যোশী জানান, ‘‘নিয়মানুযায়ী আধার নম্বরের অধিকারী কোনও অবস্থাতেই তাঁর কোনও ডেটাবেস বা রেকর্ড সম্বলিত তথ্য প্রকাশ করতে পারবে না। যদি না নম্বরটি যথাযথ উপায়ে তা সংশোধিত বা মুছে দেওয়া হয়।” তাঁর কথায়, ডিগ্রি এবং অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর ছাপানোর অনুমতি দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়গুলির উচিত কঠোরভাবে এই নিয়ম মেনে চলা।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মার্কশিট এবং শংসাপত্রেও ছবি ও আধার নম্বর বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল ইউজিসি। এবার নিজের স্থান থেকে পিছিয়ে এল তারা। কারণ হিসেবে মনে করা হচ্ছে, ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরকে বাধ্যতামূলক করেছে সরকার। যার জেরে সংবেদনশীল তথ্যের পাশাপাশি জালিয়াতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই কোনওরকম জালিয়াতি থেকে বাঁচতে আধার তথ্য গোপন রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউজিসি।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…