চিড়িয়াখানায় পশু লোপাট হয়নি, জানাল কেন্দ্রীয় দল

হাসপাতালে চিকিৎসাধীন পশুর শুমারেও অসঙ্গতি নেই বলে জানানো হয়েছে। এরপর পাখির শুমার হলে আরও তথ্য পাওয়া যাবে।

Must read

প্রতিবেদন : আলিপুর চিড়িয়াখানায় পশু-শুমারে গরমিলের অভিযোগে কেন্দ্রীয় কমিটি তদন্তে সন্তোষ প্রকাশ করেছে। স্তন্যপায়ী ও সরীসৃপদের শুমার করা হয়েছে। তাতে পশুর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-বাংলা বিরোধী বিজেপিকে ছুঁড়ে ফেলুন

বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, চিড়িয়াখানায় পশুদের তালিকা নিয়ে কিছু প্রশ্ন ওঠায় বিভাগীয় তদন্ত হয়। এই মুহূর্তে পশু নিখোঁজ বা পাচারের কোনও প্রমাণ নেই। তবে গরমিলের অভিযোগ থাকায় অভ্যন্তরীণ পরিদর্শনে পশুদের সংখ্যা সংক্রান্ত নথিপত্রে অসঙ্গতি নজরে আসে। আদালতে একটি মামলাও হয়। এরপরই তদন্তের সিদ্ধান্ত নেয় বন দফতর। চিড়িয়াখানার আধিকারিকদের থেকে ইতিমধ্যেই তথ্য চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তদন্ত রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বীরবাহা। হাসপাতালে চিকিৎসাধীন পশুর শুমারেও অসঙ্গতি নেই বলে জানানো হয়েছে। এরপর পাখির শুমার হলে আরও তথ্য পাওয়া যাবে।

Latest article