৫৪১ পদে নিয়োগই হয়নি এনআইএ-তে

Must read

প্রতিবেদন: অদ্ভুত ব্যাপার! এবার কি কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের ঔদাসীন্য আর অবহেলার শিকার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ (NIA)? তথ্যের দাবি তো সেইরকমই। ১৯০১টি অনুমোদিত পদের মধ্যে ৫৪১টি এখনও শূন্য অবস্থায় পড়ে রয়েছে। এরমধ্যে রয়েছে অ্যাডিশনাল ডিজি, আইজি, ডিআইজি-র মতো গুরুত্বপূর্ণ পদও। লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের উত্তরে মঙ্গলবার একথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সাংসদ মালা রায়ের প্রশ্ন ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-তে (NIA) কত পদ শূন্য অবস্থায় পড়ে রয়েছে। ৩০ জুন অবধি এজেন্সির নথিভুক্ত মামলার সংখ্যা কত? গত ৩ বছরে সাজা ঘোষণা হয়েছে কতগুলো কেসে?

আরও পড়ুন-দিল্লিতে বাঙালি শ্রমিক দম্পতি নিখোঁজ, উদ্বেগে পরিবার

Latest article