প্রতিবেদন : দীপাবলি, জগদ্ধাত্রী পুজো-সহ আসন্ন বিভিন্ন উৎসবের কথা উল্লেখ করে ১ নভেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মঙ্গলবারই চিঠি দিয়েছিল বিজেপির পরিষদীয় দল। বুধবার তার জবাব দিলেন রাজ্যের পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘‘আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, উৎসবের দিনগুলিতে বিধানসভার অধিবেশন বসবে না।”
আরও পড়ুন : ফের বাড়ল তেলের দাম
এদিকে সামনেই কালীপুজো। কিন্তু প্রকৃতির খামখেয়ালিতে প্রতিমা গড়া বেশ শক্ত কাজ হয়ে দাঁড়িয়েছিল। দুর্গাপুজোর আগে এবং পরে বৃষ্টির দাপটে রীতিমতো অনিশ্চয়তার মুখে পড়েছিল প্রতিমা শিল্প। পুজোর চারদিন কাটতে না কাটতেই কালী প্রতিমা তৈরির ব্যস্ততা শুরু হয়েছিল কুমোরটুলিতে। কিন্তু কাঠামোর উপরে মাটির প্রলেপ লাগানোর পরে আর এগনোই সম্ভব হচ্ছিল না কাজ। শুকোচ্ছিল না কাটামাটির প্রলেপ। ফলে রং লাগানো যাচ্ছিল না। অবশেষে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় দ্রুত গতিতে কালী প্রতিমা নির্মাণের কাজ শেষ করতে চাইছেন শিল্পীরা। চলছে শেষ পর্যায়ের কাজ।