প্রতিবেদন : বাংলার মাটিতে ব্যর্থ হল বামেদের ডাকা কর্মনাশা বন্ধ (Bharat Bandh)। পাহাড় থেকে সমতল প্রায় কোথাওই বন্ধের কোনও প্রভাব দেখা যায়নি। কলকাতা ও জেলার সামান্য কয়েকটি জায়গায় প্ররোচনা, হিংসা, অশান্তি বাধিয়ে বন্ধ সফল করার ব্যর্থ প্রয়াস দেখা গিয়েছে বন্ধ সমর্থনকারীদের। প্রশাসনিক সক্রিয়তার কারণে খাপ খুলতে পারেননি ধর্মঘটীরা। আর দশটা কাজের দিনের মতোই স্বাভাবিকভাবেই বেরিয়েছেন মানুষজন। অফিস-কাছারি, দোকানপাট সবই ছিল খোলা। যানবাহন চলাচলও করেছে স্বাভাবিকভাবেই। সরকারি-বেসরকারি বাস চলেছে নিজস্ব গতিতেই, অধিকাংশ বাজার খোলাই ছিল। নবান্ন-সহ রাজ্য সরকারের অধিকাংশ দফতরে হাজিরা ছিল ৯৮ থেকে ১০০ শতাংশ।
আরও পড়ুন- বিজেপির ওড়িশায় আটক বাংলার ২০০ জন শ্রমিক
রাজ্য সরকারের তরফে আগে থেকেই অতিরিক্ত বাস চালানো, কড়া নিরাপত্তা ব্যবস্থা ও সব দফতরে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বনধ (Bharat Bandh) ব্যর্থ করে মানুষ কর্মব্যস্ত থেকেছেন অফিস-আদালত-সহ সমস্ত কর্মক্ষত্রে। সমস্ত অফিস, আদালত ও বাজার খোলা ছিল। ট্রেন চলাচলও ছিল অন্যদিনের মতো স্বাভাবিক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলায় কোনও বনধ হয়নি। রাস্তায় নেমে জনা পাঁচেক বাম-সমর্থক যানবাহন আটকানোর নাটক করতে আর ছবি তুলতে নেমেছিল। এই ঘটনাই প্রমাণ করে বনধ ব্যর্থ। রাস্তায় যানবাহন ছিল স্বাভাবিক। কেরলে সিপিএম মুখ্যমন্ত্রী বনধের বিরোধিতা করেছেন। বাংলার সিপিএমের লজ্জা নেই তাই ছবি তুলতে নেমেছে। তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, বনধ নয়, এটা ছিল সন্ত্রাসের প্রচেষ্টা। মানুষ বনধ প্রত্যাখ্যান করেছেন।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…