প্রতিবেদন : মন্দিরে পুরোহিত নিয়োগ করার ক্ষেত্রে বর্ণের কোনও ভূমিকা থাকবে না। থাকবে না কোনও জাতিগত ভেদাভেদ। বর্তমানে শুধুমাত্র ব্রাহ্মণদেরই পুরোহিত হিসেবে নিয়োগ করা হয়। আদালতের নির্দেশে সেই নিয়ম কি এবার বাতিল হবে? সোমবার এই বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
আরও পড়ুন-চিকিৎসকদের পরামর্শ একপ্রকার অগ্রাহ্য করেই বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী
বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ বলেছেন, পুরোহিত নিয়োগের ক্ষেত্রে তিনি কোনও উচ্চবর্ণের মানুষ কি না তা দেখা হবে না। সংশ্লিষ্ট ব্যক্তির যদি আগমা শাস্ত্র অনুযায়ী পুরোহিত হওয়ার মতো যোগ্যতা বা গুণ থাকে তাহলেই তাঁকে পুরোহিত হিসেবে নিয়োগ করা যাবে। অর্থাৎ শাস্ত্র অনুযায়ী মন্দিরের পুজো করার সমস্ত রীতিনীতি সংশ্লিষ্ট ব্যক্তিকে জানতে হবে। পাশাপাশি তাঁর সকলকে মানিয়ে নিয়ে চলার ক্ষমতাও থাকা দরকার। সংশ্লিষ্ট ব্যক্তি কোন বর্ণ বা সম্প্রদায়ের মানুষ তা কখনওই বিবেচিত হবে না।
আরও পড়ুন-প্রয়াত লিথিয়াম ব্যাটারির আবিষ্কর্তা জন গুডএনাফ
উল্লেখ্য, ২০১৮ সালে সালেমের সুগাভানেশ্বর মন্দিরে বংশ পরম্পরায় পুরোহিত পদের নিয়োগ পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে একটি মামলা দায়ের হয়েছিল। সোমবার ওই মামলারই রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। আদালত জানিয়েছে, মন্দিরগুলিতে পুরোহিত নিয়োগের ক্ষেত্রে মন্দিরের ট্রাস্টির সদস্যদের ভূমিকা থাকবে। দীর্ঘদিন ধরে চলে আসা রীতি বদলে, জাতিবিদ্বেষ দূরে ঠেলে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া এই রায়কে স্বাগত জানিয়েছেন বহু মানুষ।